এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির যোগদান মেলাকে কড়া আক্রমণ পার্থর! জেনে নিন

বিজেপির যোগদান মেলাকে কড়া আক্রমণ পার্থর! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত যোগদান মেলার আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মীদের এই যোগদান মেলার মধ্যে দিয়ে নিজেদের দলের পতাকা ধরিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতারা এখন ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন। আর তাদের হাত ধরেই যে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর তৃণমূল সহ অন্যান্য দলের নেতাকর্মীরা বিজেপিতে নাম লেখাবেন, তা কার্যত নিশ্চিত।

আর এই পরিস্থিতিতে দিনকে দিন দলের নেতাকর্মীদের বিজেপিতে যোগদানে যখন তৃণমূলের অস্বস্তি বাড়ছে, তখন বিজেপির যোগদান মেলাকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আজ মঙ্গলবার বেহালায় তৃণমূলের পক্ষ থেকে একটি রোড শো এর আয়োজন করা হয়। যার নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আর এই রোড শো থেকেই বিজেপিতে যোগদান মেলাকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপির যোগদান মেলা এখন যোগশূন্য মেলা।” অর্থাৎ বিজেপির পক্ষ থেকে একের পর এক জেলায় যোগদান কর্মসূচির আয়োজন করা হলেও, তাকে যে তারা বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না, তা পার্থবাবু এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের দাবি, দলের পুরোনো কর্মীরা বিরোধী শিবির ভারতীয় জনতা পার্টিতে নাম লেখানোয় তৃণমূল এমনিতেই যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। তাই এই পরিস্থিতিতে নির্বাচনের আগে পাল্টা বিজেপির ঘর ভাঙতে উদ্যত হয়েছে তৃণমূল কংগ্রেস। দল থেকে যাওয়া নেতাকর্মীদের বিজেপিতে যোগদান করাতে তারা যে বিন্দুমাত্র ভাবিত নন, তা বারেবারেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে যখন যোগদান প্রক্রিয়াকে অব্যাহত রাখা হচ্ছে, তখন নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তাকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলেন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে বিজেপির যোগদান মেলাকে যোগশূন্য মেলা বলে কটাক্ষ করতে দেখা গেল তাকে। এখন তৃণমূল মহাসচিবের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!