এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মহামারীতে বিজেপি নেতাকর্মীদের জনসেবার উপর ভিত্তি করে আগামীদিনের গুরুত্বপূর্ণ তালিকা

করোনা মহামারীতে বিজেপি নেতাকর্মীদের জনসেবার উপর ভিত্তি করে আগামীদিনের গুরুত্বপূর্ণ তালিকা

রাজ্যে এই মুহূর্তে চলছে করোনার জেরে উদ্ভূত লকডাউন পরিস্থিতি। কিন্তু এই লক ডাউনের মধ্যে সবথেকে বেশি বিপাকে পড়েছেন দুঃস্থ, গরিব, দিন আনা দিন খাওয়া মানুষগুলি। এই অবস্থায় রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিভিন্নভাবে এই সর্বহারাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই পুরোটাই রাজনীতির অংশ। ইতিমধ্যে দেখা যাচ্ছে, রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল ও বিজেপির মধ্যে এই পাশে দাঁড়ানো নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা।

সে প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, যে পুরসভা ভোট হতে হতে হলোনা করোনা বিপর্যয়ের কারণে, তা কিন্তু করোনাকাল মেটার পর এক সময় হবেই। সেই পরিস্থিতির কথা চিন্তা করেই যুযুধান দুই রাজনৈতিক শিবির উঠে পড়ে লেগেছে এই করোনার মুহূর্তকে কাজে লাগাতে। সূত্রের খবর, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব নেতাকর্মীরা এর মধ্যেই রাজ্যের মানুষদের জন্য সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বেন, তাঁদের একটি তালিকা তৈরি হবে।

আর সেই তালিকা অনুযায়ী পরবর্তী সময়ে বিভিন্ন বিজেপি কর্মীরা বাড়তি গুরুত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে। লকডাউন চলাকালীনই রাজ্য বিজেপি নেতাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক নেতাকে পাঁচটি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। সূত্রের খবর, রাজ্যের এই দুঃসহ পরিস্থিতিতে কোন বিজেপি নেতা, কর্মী কি কাজ করছেন তার পুরো খবর রাখছেন কেন্দ্রীয় নেতারা। এই নিয়ে একটি রিপোর্ট তৈরি হচ্ছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরো জানা গেছে, ত্রাণ বিলি করতে গিয়ে যাতে কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় না পোষ্ট হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর সাথে বিজেপির মহিলা কর্মীদের প্রতি নির্দেশ ছিল, বাড়িতে বসেই 10 থেকে 20 টি মাস্ক দৈনিক তৈরি করতে হবে। সেই অনুযায়ী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা রাহুল সিনহার স্ত্রীকে মাস্ক তৈরি করতে দেখা গেছে। এই সবকিছু নজরে রেখেই রাজ্য বিজেপি কমিটির তরফ থেকে বিভিন্ন জেলার কর্মঠ উদ্যোগী বিজেপি কর্মীদের নামের তালিকা তৈরি হচ্ছে বলে খবর। এই নেতাকর্মীদের পরবর্তীকালে জনসংযোগের কাজে লাগানো হবে বলে মনে করা হচ্ছে।

তবে এ ব্যাপারে বিশদ আলোচনা করতে এই মুহূর্তে রাজি নন বিজেপি নেতারা। জানা যাচ্ছে, চুপচাপ দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালে বা শুধু এমন কাজ করা হয়েছে বলে দাবী করলে চলবে না, এবার অকাট্য প্রমাণ তুলে দিতে হবে রাজ্য বিজেপি নেতাদের হাতে। কারণ দিল্লির নির্দেশে এই মুহূর্তে রাজ্যে চলছে কড়া নজরদারি। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে জমি শক্ত করার জন্য বর্তমানে করোনা দুর্যোগকে কাজে লাগিয়ে মানুষের কাছাকাছি আসার পরিকল্পনা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এক্ষেত্রে যদি দুঃস্থ, অসহায় মানুষগুলোর কিছু উপকার হয় তাহলে এমন রাজনীতিকে সবসময় স্বাগত বলে দাবি জানিয়েছেন রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!