এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breking খুশির খবর, ভারতে এল করোনা প্রতিষেধক! মিলল ছাড়পত্র!

Big Breking খুশির খবর, ভারতে এল করোনা প্রতিষেধক! মিলল ছাড়পত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুই হাজার কুড়ি সাল বিষে বিষাক্ত হয়েছে অনেকটা করোনা ভাইরাসের কারণে। কবে পাওয়া যাবে এই করোনা ভাইরাসের প্রতিষেধক, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু উত্তর মেলেনি। বহুবার আশা করেও সেই আশায় জল পড়ে গেছে। তবে এবার অবশেষে কিছুটা হলেও আশার আলো দেখা দিতে শুরু করল। সূত্রের খবর, ভারতবর্ষে কোভিশিল্ড এবং ভারত বায়োটিকের কো ভ্যাকসিনকে এবার চূড়ান্ত ছাড়পত্র দিল ডিসিজিআই।

জানা গেছে, শর্তসাপেক্ষে এবং জরুরী ভিত্তিতে সারাদেশে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এতদিন করোনা ভাইরাসকে নিয়ে আতঙ্ক তৈরি হলেও, এবার সেই করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কিছু একটা বের হওয়ায় স্বস্তি তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে।তবে কবে থেকে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে? জানা গেছে, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে। তবে এখন সবাইকে এই ভ্যাকসিন দেওয়া হবে না। জরুরি ভিত্তিতে তা প্রয়োগ করা হবে।

আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীর গতিতে তারা এই প্রক্রিয়ায় কাজ শুরু করবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই পর্যাপ্ত টিকা চলে এলে আর অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অর্থ্যাৎ এতদিন করণা ভাইরাসের ভ্যাকসিন বের হওয়া নিয়ে ব্যাপক চিন্তা তৈরি হয়েছিল। কিন্তু এবার অবশেষে এই ব্যাপারে আশার আলো দেখতে শুরু করল দেশবাসী। ভ্যাকসিন হিসেবে কিছুটা ছাড়পত্র পাওয়ায় 2021 এর গোড়াতেই যে বড়সড় সুখবর এল ভারতবর্ষের জন্য, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন কোভিশিল্ড ছাড়পত্র পাওয়ায় গবেষণার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি বলেন, “করোনার সঙ্গে লড়াইয়ে শক্তি যোগালো এই ভ্যাকসিন। সম্পূর্ণ দেশীয় এই দুটি ভ্যাকসিন খুব শীঘ্রই বাজারে আসবে।” স্বাভাবিকভাবেই কোভিশিল্ডের ব্যাপারে ছাড়পত্র দেওয়ায় তা কতটা করোনাকে বোধ করতে সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের। সব মিলিয়ে নতুন বছরে অতীতের পরিবেশ বিষাক্ত করা করোনা ভাইরাসকে বধ করার জন্য ভ্যাকসিনের আবিষ্কার রীতিমত খুশির খবর এনে দিল দেশবাসীর মধ্যে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!