এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ হেমা মালিনীর বিরুদ্ধে! অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের?

এবার বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ হেমা মালিনীর বিরুদ্ধে! অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের?


অভিনেত্রী হেমা মালিনী দীর্ঘদিন ধরে একটি জল বিশুদ্ধ কারক মেশিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত। জানা গেছে অভিনেত্রী হেমা মালিনী ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং দীর্ঘদিন ধরে ওই সংস্থার হয়েই হেমা মালিনী বিজ্ঞাপন প্রদর্শন করেন। সম্প্রতি ওই সংস্থা একটি আটা ও পাউরুটি মেকারের বিজ্ঞাপনের জন্য হেমা মালিনীকে নেয়।

বিজ্ঞাপনটিতে সরাসরি দেখানো হয়েছে,‘আপনি কি নিজের পরিচারিকাকে দিয়ে আটা মাখান? তার হাত সংক্রামিত হতে পারে’। এমন উক্তির পরেই নেটিজেনদের রোষের মুখে করলেন বিজেপি সাংসদ তথা হেভিওয়েট অভিনেত্রী হেমা মালিনী। জানা গেছে এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয় এই বিজ্ঞাপন সংস্থা এবং অভিনেত্রীকে।

নেটিজেনদের অভিযোগ কেবলমাত্র নিম্নবর্ণের মানুষের দ্বারাই করোনা সংক্রমণ ছড়াতে পারে উচ্চ বর্ণের মানুষের ক্ষেত্রে তা হয় না সরাসরি এমনটাই দেখানো হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে। এমনকি তাদের দাবি বিজ্ঞাপনের মাধ্যমে শ্রেণী বিদ্বেষ বিষয়ক উস্কানিমূলক দৃশ্য প্রদর্শিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর নেটিজেনদের মধ্যে এমন শোরগোল পড়ার সাথে সাথেই এই সংস্থা বিজ্ঞাপনটি তুলে নেয় এবং সংস্থাটি ক্ষমা প্রার্থনা করে জানিয়েছে,‘আটা ও পাউরুটি মেকারের বিজ্ঞাপনটি কোনও শ্রেণির মানুষকে ছোট করার জন‍্য নয়। আমরা সব শ্রেণির মানুষকে সম্মান করি।’ শ্রেণী বৈষম্য মূলক বিজ্ঞাপনে কাজ করার পর সমালোচনার মুখে পড়ে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী এদিন টুইটারের মাধ্যমে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়া সূত্রে খবর এদিন হেমা মালিনী জানিয়েছেন বিজ্ঞাপনের সাথে তাঁর ব্যক্তিগত মতামত কোন মিল নেই কেবলমাত্র কাজের জন্যই বিজ্ঞাপনটি তিনি করেছিলেন। কোনো শ্রেণীর মানুষকে তিনি ছোট চোখে দেখেন না বলে জানিয়েছেন। কিন্তু বিষয়টি বর্তমানে বিরোধী দলের সমালোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। কার্যত অস্বস্তির মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি শিবিরকে এমনটাই সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!