এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি নেতার গ্রেফতারের ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি। জেনে নিন কি বললেন তিনি?

বিজেপি নেতার গ্রেফতারের ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি। জেনে নিন কি বললেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। আজ এ বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে চা চক্রের অনুষ্ঠান থেকে এই বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলছে। আর এটা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ মন্ত্রী। আর সেকারণেই তাঁর ইচ্ছে ও নির্দেশ মতো গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করলেন যে, গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল সিবিআই। তার জন্যই গতকাল রাতে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন কারো ব্যাংক একাউন্টে হিসেব বহির্ভূতভাবে কোটি কোটি টাকা থাকলেও কি সিবিআই তাঁকে জেরা করতে পারবে না? কিন্তু বাড়িতে পুলিশ আসার কারণ জিজ্ঞাসা করলেই গ্রেপ্তার করা হবে তার পরিবারের সদস্যদের?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ জানালেন, বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশের আগমনের কারণ তাঁর ছেলেরা জানতে চেয়ে ছিলেন। এরপরেই তাঁর ছোট ছোট ছেলেদেরও পুলিশ গ্রেপ্তার করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপির কোন সদস্য যদি দলের নিয়ম ভেঙে কোন কাজ করে থাকেন, তাহলে দল কখনই তাঁর পাশে থাকবে না, কিন্তু অন্যায় ভাবে বা প্রতিহিংসার কারণে বিজেপির কোন সদস্যকে হেনস্থা করলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে দল।

এরপর, কলকাতার প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমারের প্রসঙ্গ উত্থাপন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে, একটা সময় মুখ্যমন্ত্রী রাজীব কুমারের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর বাড়িতে যখন সিবিআই আধিকারিকেরা গিয়েছিলেন, সেসময় প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই রকম কাজ করা হচ্ছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ীতে মুখ্যমন্ত্রীর আগমন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, সিবিআই আধিকারিকেরা যাবার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিনিসপত্র কোথায় লুকানো হবে? কিভাবে জবাব দেয়া হবে? তা শিখিয়ে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি নেতা রাকেশ সিংকে। আটক করা হয় তাঁর দুই ছেলেকেও। এই ইস্যুতে আজ বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিহিংসার রাজনীতি চলছে বলে অভিযোগ করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আসার কারণে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!