এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সুপ্রিম কোর্টের রায়ে হার নয়, উল্টে হাতে এসেছে বড় অস্ত্র, পরবর্তী পদক্ষেপের দিকে বিজেপি

সুপ্রিম কোর্টের রায়ে হার নয়, উল্টে হাতে এসেছে বড় অস্ত্র, পরবর্তী পদক্ষেপের দিকে বিজেপি


সকালবেলাতেই রাজ্য বিজেপির করা সুপ্রিম কোর্টে (মনোনয়নের সময়সীমা বাড়ানো, প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো) আবেদনগুলি, বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি অভয় মনোহর শাপ্রে খারিজ করে দেন। ফলে রাজ্য বিজেপির মুখ পুড়েছে বলে উল্লাসে ফেটে পড়েন রাজ্যের শাসকদলের নেতারা। কিন্তু সেই রায়ের কপি হাতে পেতেই এবার উল্লসিত রাজ্য বিজেপি নেতারা। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ওই রায়ে পরিষ্কার জানানো আছে, যেহেতু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবেন না, যদি কোনও অভিযোগ থাকে তাহলে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনেরই দ্বারস্থ হতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তার সঙ্গে, ওই রায়ের ১১ থেকে ১৬ নম্বর অনুচ্ছেদে লেখা আছে, আমরা আশা করি ও বিশ্বাস রাখি যে স্বচ্ছ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন নিশ্চিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে, আবেদনকারি ও প্রার্থীদের শঙ্কা দূর করবে এবং ইচ্ছুক প্রার্থীরা যেন কোনওভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বঞ্চিত না হয়। আর এই অংশটিকেই বড় অস্ত্র হিসাবে তুলে ধরছে ম্রাজ্য বিজেপি নেতারা। ফলে বিজেপির যেসব প্রার্থী শাসকদলের আক্রমণের মুখে পড়ে মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের তালিকা নিয়ে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাবে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির এক নেতার কথায়, সুপ্রিম কোর্টের রায়েই বলা রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনকে এর (ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা) বিহিত করতেই হবে। তাঁদের এই মনোনয়ন জমা নিতেই হবে। আর তাই বিজেপি তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ঝড়ের গতিতে বিজেপি নেতারা একটি পোস্ট শেয়ার করছেন যাতে লেখা যাঁরা এখনও মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা যেন বিজেপি ও রাজ্য কমিশনের ইমেলে সত্ত্বর তাঁদের সব নথি পাঠিয়ে দেন। এখন দেখার বিজেপি নেতাদের এই প্রচেষ্টা কতটা সাফল্য লাভ করে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশে। শুধু তাই নয় বিজেপি নেতা মুকুল রায় বামফ্রন্ট, কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের উদ্দেশ্যেও জানান সুপ্রিম কোর্টের রায়ের এই অংশটিকে হাতিয়ার করে তাঁরাও যেন কমিশনে গিয়ে নিজেদের ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করেন। 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!