এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হতে চলেছে ২০১৯ এর লোকসভা ভোটে? কি বলছে অনলাইন সমীক্ষা?

কি হতে চলেছে ২০১৯ এর লোকসভা ভোটে? কি বলছে অনলাইন সমীক্ষা?


নয় নয় করে এখনো দেড় বছর বাকি পরবর্তী লোকসভা নির্বাচনের, কিন্তু তার জন্য ঢাকে যেন কাঠি পরেই গেল এখন থেকে। এই দেড় বছরে গঙ্গা দিয়ে বয়ে যাবে অনেক জল, পরিবর্তিত হবে অনেক রাজনৈতিক সমীকরণ, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস নাও একটি অনলাইন সমীক্ষা চালায়। সেখানে উঠে এসেছে বেশ কিছুই গুরুত্ত্বপূর্ন তথ্য। টাইমস গোষ্ঠীর দাবি, এই সমীক্ষা গত ১২ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিন ভাগে চালানো হয়েছিল এবং সমীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লক্ষের বেশি মানুষ। একনজরে দেখে নেওয়া যাক সেই সমীক্ষার ফলাফল –

রাহুল গান্ধী সম্পর্কে আপনাদের ধারণা
খুব একটা আশাবাদী নই – ৫৮%
মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন তিনি – ৩৪%
জানি না বা বলতে পারব না – ৮%

রাহুল গান্ধী দায়িত্বে আসার পর কি কংগ্রেসের ক্ষমতায় ফেরা উচিত?
না – ৭৩%
হ্যাঁ – ২২%
জানি না বা বলতে পারব না – ৫%

রাহুল গান্ধী দায়িত্ত্ব নেওয়ার পর কি কংগ্রেসকে ভোট দেবেন?
হ্যাঁ – ৩৮%
না – ৩৭%
জানি না বা বলতে পারব না – ২৫%

নরেন্দ্র মোদী নেতৃত্ত্বে না থাকলেও কি বিজেপিকে ভোট দেবেন?
হ্যাঁ – ৪৮%
না – ৩১%
জানি না বা বলতে পারব না – ২১%

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান?
নরেন্দ্র মোদী – ৭৯%
রাহুল গান্ধী ২০%
অন্যান্য – ১%

এই সমীক্ষা সম্পূর্ণভাবে টাইমস গোষ্ঠীর করা, এই সমীক্ষার সঙ্গে প্রিয় বন্ধু মিডিয়া কোনো রকম সহমত প্রকাশ করে না বা এই সমীক্ষার কোনো দায় প্রিয়বন্ধু মিডিয়ার নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!