এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হাতিয়ার ‘ত্রিপুরা মডেল’, বাংলায় ‘পরিবর্তনের পরিবর্তন’ করতে ঝাঁপাতে চলেছে বিজেপি

হাতিয়ার ‘ত্রিপুরা মডেল’, বাংলায় ‘পরিবর্তনের পরিবর্তন’ করতে ঝাঁপাতে চলেছে বিজেপি

দীর্ঘ আট মাসের নিরন্তর সভা সমতি ,জনসভা, কাজ করার প্রতিশ্রুতি, উন্নয়নের স্বপ্ন প্রভৃতি কে হাতিয়ার করে অবশেষে ত্রিপুরায় বিজেপির বিপুল আসনে জয় লাভ। ত্রিপুরাকে মডেল করে এবার বিজেপি পরিবর্তনের সূচনা করতে চায় বাংলাতেও। ত্রিপুরায় বিজয়ের পর বাংলার বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ সংবাদ মাধ্যম কে জানালেন, উত্তর-পূর্বের ওই রাজ্যে সিপিএমের হারে সিপিএম বা বামফ্রন্ট যত না কষ্ট পেয়েছে, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিন আগেই বলেছিলেন, ত্রিপুরায় সিপিএম জিতলেই বেশি খুশি হবেন। এই কথাতেই তিনি প্রমাণ করে দিয়েছেন বিজেপিকে রুখতে সিপিএমকে বাঁচিয়ে রাখতে চাইছে তৃণমূল। উত্তর-পূর্ব ভারতের আরও দুই রাজ্যে বিজেপির সরকার হতে চলেছে। ত্রিপুরায় বিজেপি লাল দুর্গের পতন ঘটিয়ে সরকার গড়তে চলেছে। আর নাগাল্যান্ডেও বিজেপি-জোট সরকার গড়ার পথে এগিয়ে। মেঘালয় ত্রিশঙ্কু। এই অবস্থায় তিন রাজ্যেই যদি বিজেপি সরকারের অংশ হতে পারে, দেশের ইতিহাসে তা হবে অন্য রেকর্ড। কেননা ২২টি রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করবে তাহলে। এছাড়া বাকি ৫টি রাজ্যে ইউপিএ ক্ষমতায় রয়েছে।’ ত্রিপুরার এই ফলকে মিরাকেল অ্যাখ্যা দিয়ে দিলীপ বাবু বললেন ,”এক শতাংশ থেকে ভোট বাড়িয়ে এক ধাক্কায় ৫০ শতাংশ করতে পারে একমাত্র বিজেপিই। তা ফের দেখিয়ে দিল উত্তর-পূর্বের এই রাজ্যের নির্বাচন। মোদীজির নেতৃত্বে যে কংগ্রেস মুক্ত দেশ হওয়ার পথে ক্রমশ এগোচ্ছে ভারত, তা প্রতিটি নির্বাচনের ফলাফলই ইঙ্গিত দিয়ে যাচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!