উলুবেড়িয়া উপনির্বাচনে সাম্ভাব্য প্রার্থী পেয়ে গেল বিজেপি জাতীয় বিশেষ খবর রাজ্য December 30, 2017July 15, 2021 তৃণমূল কংগ্রেসের সাংসদ সুলতান আহমেদ প্রয়াত হওয়ায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। দুদিন আগে নির্বাচনের দিনক্ষণ জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিতেই গতকাল দুই প্রবল প্রতিপক্ষ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রাপ্ত ভোটের নিরিখে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয়। কিন্তু এব্যাপারে এখনো বিজেপি শিবির নীরব। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে যেহেতু প্রায় ৩৭% সংখ্যালঘু ভোট আছে তাই তৃণমূল এবং বামফ্রন্ট দুই দলই এখানে সংখ্যালঘু মুখকে প্রার্থী করেছে। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ, অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন গত লোকসভা নির্বাচনে সুলতান আহমেদের কাছে হেরে যাওয়া সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা। এই পরিস্থিতিতে আজ তিন তালাকের বিরুদ্ধে লড়াই করে দেশের শীর্ষ আদালতে আইনি স্বীকৃতি ছিনিয়ে এনেছেন হাওড়া পিলখানার ইসরত জাহান। তিন তালাকের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি পাওয়ার পরপরই বিজেপি শিবিরে নাম লেখান তিনি। আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন তিনি। হাওড়ার বেলিলিয়াস রোডে শনিবার দুপুরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইসরতের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। আর তাই এবার তৃণমূল ও বামফ্রন্টের সংখ্যালঘু মুখের মোকাবিলায় ইসরত জাহানকে প্রার্থী করতে পারে বিজেপি বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। বিশেষ করে আজ যেভাবে ইসরত জাহানকে নিজেদের পক্ষে তড়িঘড়ি টেনে নিল রাজ্য বিজেপি তাতে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা আরও প্রবল বলে মনে করা হচ্ছে, বিজেপি সূত্রের খবর পদ্ম শিবিরে ইসরতের যোগদানের ঘটনায় নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। আপনার মতামত জানান -