এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় এসে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপিরই রেল প্রতিমন্ত্রী

বাংলায় এসে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপিরই রেল প্রতিমন্ত্রী


নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যই দলীয় কর্মীদের নিয়ে সভা করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী এবং রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। এই সভা অনুষ্ঠিত হয় স্থানীয় একটি লজে। সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু সভা শেষ করে বাইরে বেরোতেই কয়েকজন বিজেপি কর্মী এসে আবদার করেন মন্ত্রীকে নোয়োপাড়া থানার পাশে যে নতুন বিজেপি পার্টি অফিস হয়েছে তা উদ্বোধন করতে যেতে হবে।
মনোজ সিনহা রাজি না হওয়ায় আব্দারকারীরা দল ছেড়ে দেবার হুমকিও দেন কিন্তু তাতেও কাজ না হলে তারা রীতিমতো বিক্ষোভ দেখতে শুরু করেন। এই অবস্থায় পরিস্থিতি সামাল দেন স্থানীয় বিজেপি জেলা সহসভাপতি সন্দীপ ব্যানার্জী৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ৷ পুলিশ ও স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। এইভাবে নজিরবিহীন ভাবে নিজেদের কর্মীদের ক্ষোভের মুখে নিজেদেরই কেন্দ্রীয় মন্ত্রী পড়ায় কার্যতই অস্বস্তিতে বিজেপি রাজ্য নেতৃত্ত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!