এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কি তথাগত রায়ই? গেরুয়া শিবিরের একাংশের দাবি ঘিরে চড়ছে জল্পনার পারদ

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কি তথাগত রায়ই? গেরুয়া শিবিরের একাংশের দাবি ঘিরে চড়ছে জল্পনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২১-এর ভোটই এখন পাখির চোখ সব রাজনৈতিক দলের ক্ষেত্রে। তাই ভোট ঘোষণা হওয়ার আগেই সকলেই যে যার মতো করে নিজের নিজের দলকে গুছিয়ে নিতে ব্যস্ত। সেই তালিকায় রয়েছেন বাংলার দুই প্রতিদ্বন্দ্বী শাসকদল তৃণমূল এবং বিজেপি। এই অবস্থায় সম্প্রতি ফেসবুকে একটি পেজ খোলা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা সূত্রপাত।

পশ্চিমবঙ্গে বিজেপির কাঙ্ক্ষিত জয়ের পরে মুখ্যমন্ত্রী পদে কে আসবেন সেই নিয়ে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনই কাউকে তুলে না ধরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই বিধানসভা ভোটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায়। এরপর একবার জয়ী হলে পরিষদীয় দল এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করা হবে।

তবে সম্প্রতি ফেসবুকে ‘তথাগত রায় ফর সিএম’ এই নামে পেজ খোলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ব্রিটিশ ভারতে জন্ম হওয়া এই রাজনীতিবিদ ২০১৮ পর্যন্ত ত্রিপুরার গভর্নর হিসেবে এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া ষষ্ঠ সভাপতি  হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন তিনি এবং বিজেপি জাতীয় নির্বাহী হিসেবেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগের একজন অন্যতম প্রধান হিসাবে এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রফেসর হিসেবে তিনি পরিচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার কলকাতায় ফেরার পর বিজেপি অনুগামীরাই দমদম বিমানবন্দরে তথাগত বাবুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন। এরপর সোমবার দলের হেস্টিংসের পার্টি অফিসে কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন তিনি। সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এরপর এক টুইট করে তথাগতবাবু জানান যে, হিন্দুদের বাঁচতে বিজেপিকে ক্ষমতায় আনাই তাঁর লক্ষ্য।

সেজন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে সামনের ভোটে বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে যে বিজেপি নামবে না সেটা আগেই বলা হয়েছিল। তবে এরপর তথাগত বাবুর নামে ফেসবুক পেজ খোলা এবং তারপর তাঁর এই টুইট সব মিলিয়েই রহস্য ক্রমেই জমাট বাঁধছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!