এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে অভিনবত্ব এনে ব্যাট হাতে ময়দানে তৃনমূল প্রার্থী, কটাক্ষ বিরোধীদের!

প্রচারে অভিনবত্ব এনে ব্যাট হাতে ময়দানে তৃনমূল প্রার্থী, কটাক্ষ বিরোধীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দিন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই “খেলা হবে” স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। তৃণমূলের পক্ষ থেকে এই স্লোগান দেওয়া নিয়ে কটাক্ষ করতে শুরু করেছিলেন বিরোধীরা। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর এবার প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হতে নির্বাচনী প্রচারে ব্যাট হাতে নেমে পড়লেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফেরদৌসী বেগম। তবে প্রচারে অভিনবত্ব এনে তৃণমূল প্রার্থী মানুষের সঙ্গে জনসংযোগের জন্য ব্যাট হাতে ময়দানে নেমে পড়লেও, তাকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।

সূত্রের খবর, এদিন রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি দিবারাত্রি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত হন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফেরদৌসী বেগম। যেখানে খেলার মাঠে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচার করতে দেখা যায় তাকে। পাশাপাশি ব্যাট হাতে ময়দানে দেখা যায় এই তৃণমূল প্রার্থীকে। মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে বিগত 10 বছরে কী কী উন্নয়ন করা হয়েছে, সেই কথা এদিন তুলে ধরেন ফেরদৌসী বেগম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে হেভিওয়েট এই তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার পর খেলার মাঠে ব্যাট ধরলেও, তাকে পাল্টা কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীপ দাস বলেন, “নাম ঘোষণার আগেই তিনি ফুটবল খেলেছিলেন। নাম ঘোষণার পর ক্রিকেট খেলছেন। নির্বাচনের ফল ঘোষণার পর তাকে বাড়িতে বসে লুডু খেলতে হবে। তাই এখন থেকেই যাতে লুডু প্র্যাকটিস করেন, সেদিকে মনোযোগী হন।”

অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তৃণমূল প্রার্থীর প্রচারকে কার্যত গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এখন মানুষের সঙ্গে মিশতে এই সমস্ত নাটক করছে তৃণমূল কংগ্রেস। তবে এসব করে মানুষের মন যে তারা কোনমতেই জয় করতে পারবে না, সেই ব্যাপারে কার্যত আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। আর তাই তৃণমূল প্রার্থী ব্যাট হাতে ময়দানে নামতেই তাকে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিল গেরুয়া শিবির। সব মিলিয়ে প্রার্থী নিয়ে তৃণমূল-বিজেপির তরজা চরমে উঠতে শুরু করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!