এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই হেভিওয়েট তৃণমূল বিধায়ককে খুনের হুমকি দিয়ে অবশেষে গ্রেফতার যুবক, তীব্র চাঞ্চল্য রাজ্যে

দুই হেভিওয়েট তৃণমূল বিধায়ককে খুনের হুমকি দিয়ে অবশেষে গ্রেফতার যুবক, তীব্র চাঞ্চল্য রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার শাসকদলের বিধায়ককে গালিগালাজ এবং ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানে। জানা গেছে, গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের মোবাইলে একটি নম্বরে ফোন আসে। যেখানে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মামলা তুলে নেওয়ার কথা বলা হয়। এমনকি গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।

আর এরপরই মেমারীর তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের কাছেও সেই একই হুমকি ফোন যায়। এদিকে শাসকদলের দুই বিধায়কের কাছে এই রকম হুমকি ফোন যাওয়ায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে তদন্তে নামে পুলিশ। সূত্রের খবর, কললিস্ট খতিয়ে দেখে শক্তিগড় থানার নান্দুরের বাসিন্দা অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে অভিজিতবাবু জিজ্ঞাসাবাদে এই ফোনের কথা অস্বীকার করেন। যেখানে তিনি জানিয়ে দেন যে, বর্ধমান থানার নিবেদিতাপল্লীর শুভজিৎ রায় চৌধুরী তাকে নানাভাবে ফাঁসানোর জন্য হুমকি দিয়েছে। এদিকে কিছুদিন আগেই শুভজিৎ রায়চৌধুরীকে আগ্নেয়াস্ত্র সহ বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। আর এই ঘটনার পরেই শুভজিৎ রায় চৌধুরীর কাছ থেকে জানতে পারা যায় সামসুদ্দিন নামে এক ব্যক্তির নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের দাবি, ধৃতরা বিভিন্ন জনের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায় করেছে। কলিং অ্যাপের মাধ্যমে তারা মোবাইল নম্বর ব্যবহার করে এই হুমকি ফোন দিয়েছে বলে অভিযোগ। আর এই গোটা ঘটনাতেই এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

বিশেষজ্ঞরা বলছেন, পুলিশি তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হলেও, যেভাবে শাসকদলের দুই হেভিওয়েট বিধায়ককে হুমকি ফোন দেওয়া হল, তাতে নিঃসন্দেহে চাঞ্চল্য বাড়ছে। এইভাবে যদি হুমকি ফোনের রেওয়াজ চলতে থাকে, তাহলে বেগতিক হতে পারে পরিস্থিতি বলে আশঙ্কা একাংশের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!