এখন পড়ছেন
হোম > অন্যান্য > দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ভক্তদের কাঁদিয়ে এবার কি বিদায় নিতে চলেছেন মেসি?

দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ভক্তদের কাঁদিয়ে এবার কি বিদায় নিতে চলেছেন মেসি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ পর্যন্ত নিজের রাজ্যপাট ছেড়ে চলে যাবেন বলেই ঠিক করে ফেললেন মেসি। বার্সা রাজপুত্রের নিজের রাজ্য ছাড়ার খবর পেয়ে তাই ফুটবল দুনিয়ায় যে ঝড় শুরু হয়েছে, তা কিভাবে সামাল দেওয়া হবে সেই নিয়ে চিন্তায় সবাই। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে যে, নিজের ক্লাবে এই নিয়ে জানিয়েও দিয়েছেন নাকি মেসি স্বয়ং। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তরে উঠে আসে অনেক গুলো সম্ভাবনা।

অনেকদিন আগেই নাকি বার্সায় খেলার জন্য নেইমারকে আনতে বলেছিলেন মেসি। কিন্তু দলের কর্তারা নেইমারের বদলে গ্রিজম্যানকে এনেছিলেন। আর সেই নিয়েই নাকি বেজায় চটে ছিলেন মেসি। তবে কোচের সঙ্গে এবং বার্সা ম্যানেজমেন্টের সঙ্গেও মেসির নাকি সম্পর্ক ভালো ছিলনা।

তাই মেসি যে বার্সা ছাড়তে পারেন, সেই নিয়ে জল্পনা চলছিল। এরপর লিয়ঁর কাছে সিটির ৩-১ গোলে হেরে যাওয়া নিয়েও উঠেছিল প্রশ্ন। তখনি নাকি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেবেন বলে মনে করেছিলেন অনেকে। তবে সব মিলিয়ে জল্পনা ছিলই।

তবে এই সব কিছুর মধ্যে যেটা আসল কারণ বলে মনে করা হচ্ছে সেটা হল সুয়ারেসকে বার্সা থেকে বিদায়ের ঘোষণা। সম্প্রতি জানা গেছে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বার্সার নতুন ম্যানেজার। তিনি নাকি অল্প কথাতেই বুঝিয়ে দিয়েছেন যে সুয়ারেসের আর দরকার নেই তাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনিতে নেমারের চলে যাওয়ার পরে বার্সেলোনায় সুয়ারেসই নাকি ছিলেন মেসির সব চেয়ে ঘনিষ্ঠ। দু’জনের পরিবারের মধ্যেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রায়ই এক সঙ্গে তাঁদের ছুটি কাটাতেও যেতে দেখা যেত। আর সেই মানুষটিকে বিদায়ের ঘোষণাই নাকি বার্সা ছাড়তে বাধ্য করছে মেসিকে।

তবে শুধু সুয়ারেসই নন, ক্লাব প্রেসিডেন্ট নাকি দলকে নতুন করে তৈরি করতে এতটাই উঠে পড়ে লেগেছেন যে বাদ যাচ্ছেন একসঙ্গে আরও অনেক খেলোয়াড়। সেই তালিকায় আছেন আর্তুরো ভিদাল, স্যামুয়েল উমতিতি, ইভান রাকিতিচ, জুনিয়র ফিরপোও। তবে সের্খিয়ো বুস্কেৎসকে দলে রাখা হলেও মাঠে কি পজিশনে তাঁকে রাখা হবে সেই নিয়ে নিশ্চিত নন কেউই।

তবে ফ্রেঙ্কি ডি জং-কে নাকি এবার বড় দায়িত্ব দিয়ে দেখা হবে বলেই শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত জেরার পিকে, সের্জি রবের্তো এবং জর্দি আলবার ভবিষ্যৎ কি হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সর্বোপরি দলকে নতুন করে সাজাতে গিয়ে আদৌ কি কিছু হারাচ্ছে বার্সা? মেসি চলে যাওয়া কিভাবে প্রভাব ফেলবে এরপর, সেটাই দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!