এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে নাম লেখালেও মাস্টারমশাই সম্পর্কে মন্তব্য করতে নারাজ ছাত্র, হেভিওয়েট তৃণমূল বিধায়কের পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা!

বিজেপিতে নাম লেখালেও মাস্টারমশাই সম্পর্কে মন্তব্য করতে নারাজ ছাত্র, হেভিওয়েট তৃণমূল বিধায়কের পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। আর তৃণমূল থেকে যে সমস্ত নেতারা গেরুয়া শিবিরে যোগদান করছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যাচ্ছে জেলা থেকে শুরু করে রাজ্য স্তরের ঘাসফুল শিবিরের নেতাদের। সোমবার বিজেপির পক্ষ থেকে বিরাট মাপের যোগদান মেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক সিঙ্গুরের প্রবীণ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

আর বিজেপিতে যোগ দেওয়ার পরেই নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, বেচারাম মান্না এবং তার স্ত্রী দুই কেন্দ্রে টিকিট পাওয়াতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। পাশাপাশি তাকে যেভাবে টিকিট দেওয়া হয়নি, তাতে দলে পরিবার তন্ত্র চলছে বলেও অভিযোগ শোনা গেছে মাস্টারমশাইয়ের গলায়। স্বাভাবিক ভাবেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য এই রকম অভিযোগ করার পর তার প্রবল প্রতিপক্ষ তৃণমূলের বেচারাম মান্না তাকে কড়া ভাষায় আক্রমণ করবেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু মাস্টারমশাই বিজেপিতে গেলেও, রবিবাবুর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে নারাজ তাঁর ছাত্র বেচারাম মান্না। যার ফলে বাড়তে শুরু করেছে জল্পনা।

বলা বাহুল্য, একসময় এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছাত্র ছিলেন বেচারাম মান্না। একসাথেই সিঙ্গুর আন্দোলন করেছিলেন তারা। তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যেন আড়াআড়িভাবে বিভাজিত হয়ে গেছে সিঙ্গুর। যেখানে বেচারাম মান্না এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য আসতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে বারবার দলের পক্ষ থেকে সেই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা হলেও, লাভের লাভ কিছুই হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে সম্প্রতি বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হলেও সিঙ্গুরের টিকিট পাননি সেই রবীন্দ্রনাথের ভট্টাচার্য্য। যার পরেই গেরুয়া শিবিরে যোগদান করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বেচারাম মান্না বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করবেন বলেই মনে করেছিলেন সকলে। কিন্তু যে কোনো কারনেই হোক, এই ব্যাপারে নীরব থাকতে দেখা যাচ্ছে বেচাবাবুকে।

বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে গুরুদক্ষিণা দিচ্ছেন বেচারাম মান্না। যে যাই বলুন না কেন, একসময় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাত ধরেই তার রাজনীতিতে আসা। আর তাই এখন সেই রবিবাবু প্রতিপক্ষ শিবিরের যতই নাম লেখান না কেন, মাস্টারমশাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না তিনি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। কেউ বলতে শুরু করেছেন গদ্দার, আবার কেউ বা বলছেন মীরজাফর।

কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য বিজেপিতে গিয়ে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বেচারাম মান্নাকে কটাক্ষ করলেও তিনি অবশ্য মাস্টারমশাই সম্পর্কে বিন্দুমাত্র মন্তব্য করতে চাইছেন না। যাকে সৌজন্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ধীরে ধীরে মাস্টারমশাই এবং ছাত্রের দুই প্রতিপক্ষ হিসেবে লড়াই কতটা সৌজন্যতার আবদ্ধে থাকে, নাকি তৈরি হয় তিক্ততায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!