এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গদ্দার,বেইমান বলে কটাক্ষ করে পোস্টার দেয়া হলো তৃণমূল সাংসদের বিরুদ্ধে? শোরগোল রাজনীতি মহলে

গদ্দার,বেইমান বলে কটাক্ষ করে পোস্টার দেয়া হলো তৃণমূল সাংসদের বিরুদ্ধে? শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলকে। মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগদান করতে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় তৃণমূলের বিরুদ্ধে একাধিক স্থানে বক্তব্য পর্যন্ত রেখেছিলেন তিনি। সম্প্রতি, পেগাসাস কাণ্ড নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে প্রতিবাদে নামতে দেখা গেল তাঁকে। ইতিমধ্যে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল তাঁকে। তিনি জানিয়েছেন, তিনি তৃণমূলে আছেন, তৃণমূলে ছিলেন, আগামী দিনেও তিনি তৃনমূলে থাকবেন। তবে, এবার তাঁর বাড়ির সামনেই তাঁর বিরুদ্ধে একাধিক পোস্টার পড়তে দেখা গেল।

প্রসঙ্গত গত সোমবার রাতে কাঁকসায় সুনীল মন্ডলের বাড়ির সামনে একাধিক পোস্টার দেখা গেল। পোস্টারে তৃণমূলের নাম লেখা আছে। পোস্টারে জানানো হয়েছে যে, সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দিয়েছেন। যা তারা কখনো ভুলবেন না। গতকাল সকালেও এই পোস্টার গুলো দেখতে পাওয়া যায়। লাল ও কালো কালিতে লেখা হয়েছে পোস্টারগুলি। কোন কোন পোস্টারে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে তাঁর বৈঠকের কথা জানানো হয়েছে। কোন কোন পোস্টারে জানানো হয়েছে যে, তিনি বিজেপিতে যোগদান করেছেন। কোন পোস্টারে লেখা হয়েছে যে, তাঁর বিজেপিতে যোগদানের প্রসঙ্গ তাঁরা ভোলেননি ও ভুলবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিষয়টি নিয়ে তীব্র শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য রাখা হয়নি। তবে আসানসোল জেলা বিজেপি আহ্বায়ক শিবরাম বর্মন জানিয়েছেন যে, রাজনীতি করার প্রধান উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা। কিন্তু এমন কিছু ব্যক্তি আছেন যাদের মূল লক্ষ্য হলো ক্ষমতার অলিন্দে থাকা। এ প্রসঙ্গে কাঁকসা তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন যে, সুনীল মণ্ডল ফরওয়ার্ড ব্লক করে তারপর তৃণমূলে যোগদান করেছিলেন। তৃণমূলে প্রথমে তিনি বিধায়ক হয়েছিলেন। পরে সাংসদ হয়েছিলেন।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিজেপিতে যোগদান করেছিলেন, এখন আবার তৃণমূলে ফিরে আসতে চাইছেন তিনি। তবে এক্ষেত্রে দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই সকলকে মেনে নিতে হবে।তার বিরুদ্ধে পোস্টার দেওয়া প্রসঙ্গে তিনি জানালেন যে, নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের দায়িত্ব হলো তা দূর করা। অন্যদিকে, নিজের নাম গোপন রেখে বেশ কিছু তৃণমূল কর্মী জানালেন যে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে তৃণমূল কর্মীদের ফেলে দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন সুনীল মণ্ডল।

এখন দেখছেন যে, হাওয়া বদলে গেছে। তাই আবার তৃণমূলে ফিরে আসার চেষ্টা করছেন। তাঁরা তাঁকে মানতে পারবেন না। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি জানাবেন তাঁরা। আবার, এ প্রসঙ্গে সাংসদ সুনীল মণ্ডল জানালেন যে, আবার তার নামে পোস্টার পড়েছে। কিন্তু তিনি কাঁকসায় রাজনীতি করেন না। তাঁর কাজের ক্ষেত্র পূর্ব বর্ধমান। নিচুতলার দু-একজন কেউ হয়তো কোনো রকম ক্ষোভ থেকে এই ধরনের পোস্টার দিতে পারেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!