এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের কোর কমিটির বৈঠক নিয়ে আজ চূড়ান্ত গোপনীয়তা, সবাই তাকিয়ে দিদির ‘মন্ত্রের’ দিকে

তৃণমূলের কোর কমিটির বৈঠক নিয়ে আজ চূড়ান্ত গোপনীয়তা, সবাই তাকিয়ে দিদির ‘মন্ত্রের’ দিকে


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ঘাসফুলের দাপট, কিন্তু তার মাঝেই কিছু কিছু জেলায় ভালো রকমের উত্থান হয়েছে পদ্ম-শিবিরের। অন্যদিকে আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের কার্যকলাপ শুরু হয়ে যাবে পুরোদমে। সেই নির্বাচনে আবার কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে বাংলা থেকে বড় সংখ্যায় আসন জিততে মরিয়া গেরুয়া শিবির, উল্টোদিকে তৃণমূল নেত্রী চান বাংলা থেকে ৪২ তা লোকসভা আসনেই জিতে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে ও পরবর্তী সরকার গঠনে অন্যতম মুখ্য ভূমিকা নিতে। এই পরিস্থিতিতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক। সূত্রের খবর প্রায় ১৫-২০ হাজার তৃণমূল নেতার সমাগম হবে আজকের বৈঠকে, বিগত নির্বাচনগুলিতে দলের জয়ী প্রার্থীদের তো বটেই, ডাকা হয়েছে পরাজিত প্রার্থীদেরও।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

স্বভাবিকভাবেই তৃণমূলের এই বৈঠক নিয়ে তৈরী হয়েছে যথেষ্ট উন্মাদনা। কিন্তু শাসকদলের তরফে এই বৈঠক নিয়ে নেওয়া হয়েছে চূড়ান্ত গোপনীয়তা। সকাল ১১ টায় বৈঠক শুরু হলেও মুখ্যমন্ত্রী আসতে পারেন ১২ টা বা ১২:৩০ টার দিকে। তার আগে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে লোকসভা ভোটের প্রস্তুতি নকশা বাতলে দিতে পারেন তৃণমূল নেত্রী। এমনকি দলীয়স্তরে বেশ কিছু রদবদলও তিনি ঘোষণা করতে পারেন। কিন্তু কি হবে কেউ জানে না – শুধু জানেন দলের সর্বময় কর্ত্রী। তবে অগুনিত তৃণমূল কর্মী-সমর্থকেরা তাকিয়ে লোকসভায় ৪২ এ ৪২ করার জন্য কি মন্ত্র দেন প্রিয় দিদি সেই দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!