এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একে বিজেপিতে রক্ষে নেই কংগ্রেস দোসর, রাজ্য সরকারের চাপ বাড়িয়ে গণ অবস্থান কর্মসূচির ডাক হাত শিবিরের

একে বিজেপিতে রক্ষে নেই কংগ্রেস দোসর, রাজ্য সরকারের চাপ বাড়িয়ে গণ অবস্থান কর্মসূচির ডাক হাত শিবিরের

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির প্রবল উত্থানের পর থেকেই একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। সম্প্রতি সন্দেশখালির ন্যাজাটের ভাঙিপাড়া গ্রামে দুই বিজেপি কর্মীর মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। যে ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

ইতিমধ্যেই রাজ্যের আইনশৃংখলার ব্যাপারে সমস্ত রিপোর্ট কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমা দিয়ে এসেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আর এরপরই নানা মহলে জল্পনা উঠতে শুরু করে, তাহলে কি এবার অবশেষে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে! এদিকে এই জল্পনার মধ্যেই যখন বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াতে শুরু করেছে, ঠিক তখনই সেই বিজেপির পথে হেটে কংগ্রেসের পক্ষ থেকেও শাসকদলের অস্বস্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, রাজ্যে বিজেপির প্রবল উত্থানে গত 2014 সালে কংগ্রেসের চারটি আসন থাকলে এবার তারা দুইটিতে নেমে এসেছে। ফলে রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। অন্যদিকে বিরোধী দলের ক্ষমতা দখল করে শাসকদলের অস্বস্তি বাড়াতে শুরু করেছে বিজেপি। আর এই পরিস্থিতিতে একদিকে নিজেদের সংগঠনকে ফিরে পেতে, আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াতে রাজ্যের আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে গণঅবস্থান কর্মসূচির ডাক দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

সূত্রের খবর, চলতি সপ্তাহের শুক্রবার মেয়োরোডে গান্ধীমূর্তির পাদদেশে সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত এই গণ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভা ভোটের পর কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকার এই সর্বনাশের খেলায় নেমেছে। যার জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুলিশ জেলা বানানোর পরেও সন্ত্রাস থামানো যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে রাজ্যে সুশাসনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের পক্ষ থেকে এই গণঅবস্থান কর্মসূচি উদ্যোগ আসলে একদিকে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া এবং

অন্যদিকে তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার সামিল। কিন্তু রাজ্যে যখন প্রবল বিরোধী দল হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে বিজেপি, ঠিক সেই সময়ে আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপির পথে হেঁটেই শাসকদলের উপর কংগ্রেসের এই চাপ বৃদ্ধি আদতে গেরুয়া শিবিরকেই অনেকটা সুবিধা করে দেবে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!