নোয়াপাড়ায় ফের সঙ্কটে বিজেপি, প্রার্থীর ‘ঘুষ’ নেওয়া ভিডিওয় সরগরম সোশ্যাল মিডিয়া বিশেষ খবর রাজ্য January 10, 2018 নোয়াপাড়া নিজে বিজেপির অস্বস্তি যেন কিছুতেই কাটছে না। প্রথমে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে প্রার্থী করা নিয়ে একপ্রস্থ টালবাহানা হওয়ার পর শেষপর্যন্ত গত সোমবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হিসাবে ব্যারাকপুর জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, সন্দীপবাবুকে নিজেই এক ব্যক্তির সামনে বসে স্বীকার করছেন, তিনি তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতির বিনিময়ে টাকা নিয়ে দলের তহবিলে জমা দিয়েছেন। এমনকি দুই শীর্ষ রাজ্যনেতার নির্দেশেই তিনি এমনটা করেছেন বলে জানিয়েছেন ওই ভিডিওতে। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যেতেই রীতিমত সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে এরকম একটি অভিযোগ সন্দীপবাবুর নামে ওঠে। সন্দীপবাবু নিজে জানিয়েছেন, পুরনো ঘটনা, ওই সময়ে রাজ্য নেতৃত্বকে ব্যাখ্যা দিয়েছি, এখন কিছু বলার নেই। কিন্তু এরপরেও বিতর্ক থামছে না, বিশেষকরে বিজেপি যেখানে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে রাজ্যজুড়ে, সেখানে ইতিমধ্যেই টাকা নিয়ে প্রার্থী করার মত গুরুতর অভিযোগ যাঁর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করে দেওয়ায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। আপনার মতামত জানান -