এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড়সড় যোগদান তৃণমূলে! চাপে বিরোধীরা, জেনে নিন

বড়সড় যোগদান তৃণমূলে! চাপে বিরোধীরা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 21 শে জুলাইয়ের তৃণমূলের ভার্চুয়াল শহীদ সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, যারা বিরোধী দলে রয়েছেন, তারা যদি চান তাহলে তৃণমূল কংগ্রেসে আসতে পারেন। আর তারপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে দল ভাঙ্গানোর চেষ্টা শুরু হয়ে যায়। প্রশান্ত কিশোরের মত রাজনৈতিক পরামর্শদাতার উদ্যোগে ফোন যেতে শুরু করে বিরোধী দলের নেতাদের কাছে। এমনকি উপরমহল থেকে বিভিন্ন জেলার নেতাদের বার্তা দেওয়া, হয় বিরোধীদলের ঘর ভাঙানোর কাজ শুরু করে দিতে হবে।

যার ফলস্বরূপ বিভিন্ন জেলায় বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদানের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবার হুগলির পান্ডূুয়ায় বড় মাপের যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হল। যেখানে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 105 জন নেতাকর্মী। সূত্রের খবর, এদিন সিমলাগর স্টেশন বাজারে এই দলবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, পান্ডূুয়া ব্লক তৃণমূলের সভাপতি অসিত চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা সহ অন্যান্যরা।

2021 এর বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক নেতাকর্মীদের এভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান বিরোধীদেরকে এখন অনেকটাই চাপে ফেলতে শুরু করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একাংশের মতে, এই যোগদানের পেছনে প্রধান ভূমিকা রয়েছে প্রশান্ত কিশোরের মত সূক্ষ্ম রাজনৈতিক ব্যক্তিত্বের। বিভিন্ন জেলায় তৃণমূল নেতৃত্বদের কাছে চাপ যেতে শুরু করেছিল এবার বিরোধীদের ঘর ভাঙতে হবে। যার ফলস্বরুপ তৃণমূল নেতারা তাদের কাজ শুরু করে দিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার সুফল হিসেবে এখন বিরোধী দল থেকে ঝাকে ঝাকে নেতাকর্মী তৃনমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। যদিও বা এর পেছনে তৃণমূলের অন্য যুক্তি রয়েছে। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে এবং বিজেপির সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধেই সকলে তৃণমূল কংগ্রেসে আসছেন। তবে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে ভীন দল থেকে এই নেতা কর্মীদের যোগদান কতটা কার্যকরী হয়, তা ভোটবাক্সে খোলার পরই প্রমাণিত হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেননা 2011 সালের আগে বামেদের মিটিং-মিছিলে ব্যাপক জমায়েত দেখা গেলেও, শেষ পর্যন্ত 2011 বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। তাই এখন তৃণমূলের বিরুদ্ধে যখন চাপ বাড়াতে ব্যস্ত বিজেপি, ঠিক তখনই তৃণমূলের দিকে ব্যাপক নেতাকর্মী যোগদান করলেও তা তৃণমূলের পক্ষে কতটা স্বস্তিজনক হয়ে দাঁড়ায়, তা সময়েই বোঝা যাবে বলে মনে করছেন প্রত্যেকে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!