এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটে হেরে ‘সন্ত্রাসের আতুঁরঘর’ তত্ত্ব তুলে রাজনীতির আঙিনা তপ্ত করার চেষ্টায় বিজেপি

ভোটে হেরে ‘সন্ত্রাসের আতুঁরঘর’ তত্ত্ব তুলে রাজনীতির আঙিনা তপ্ত করার চেষ্টায় বিজেপি


”যদি বিজেপি না জেতে তবে অররিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কেন্দ্র হয়ে যাবে।” লোকসভা নির্বাচনের আগে এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি নিত্যনন্দ রায়। এমন মন্তব্যে এফআইআরও দায়ের করে নির্বাচন কমিশন। নির্বাচনে হারার পর সমস্ত ক্ষোভ উগরে দিয়ে আক্রমণ হানলো বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ সরাসরি তোপ দেগে বলেন, ”আরজেডি জেতায় অররিয়া সন্ত্রাসের আতুঁরঘরে পরিণত হবে।” এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি বাঁকা সুরে বলেন, ”অররিয়া লোকসভা কেন্দ্রের ছ’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটিতে আমাদের প্রার্থী জিতেছেন। কিন্তু দু’টি সংখ্যালঘু প্রধান বিধানসভা কেন্দ্রে এক তরফা ভোট হওয়ায় আমরা হেরেছি।” অররিয়া লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থী প্রদীপ সিংহ এদিন দলের বিরূদ্ধে অন্তরঘাতের অভিযোগ হেনে জানান,”রানিগঞ্জ এবং ফরবেসগঞ্জে অনেক কম ভোট পেয়েছি। অনেক বুথে দলীয় এজেন্টই বসানো হয়নি। ভুয়ো ভোট দেওয়া হয়েছে অনেক জায়গায়।” অবশ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিরাজ ও সুশীলের মন্তব্যের তীব্র কটাক্ষ করে তাঁদের ক্ষমা চাওয়ার দাবি জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!