এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ত্রিপুরার ফল প্রকাশের পর বাংলায় সংগঠন বাড়াতে অন্তত ১০০ কোটি খরচ করবে বিজেপি

ত্রিপুরার ফল প্রকাশের পর বাংলায় সংগঠন বাড়াতে অন্তত ১০০ কোটি খরচ করবে বিজেপি


ত্রিপুরার ফলপ্রকাশ হলেই বাংলায় সংগঠন মজবুত করতে আসরে নামবে বিজেপি। আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২০-২২ টি আসন ‘পাখির চোখ’ করতে চলেছে। আর তাই সংগঠন মজবুত করতে অন্তত ১০০ কোটি টাকা বাংলার জন্যে খরচ করতে চলেছে বিজেপি বলে কলকাতার এক নামী সংবাদপত্রের খবর। ওই সংবাদপত্রের খবর থেকে জানা যাচ্ছে –

১. পশ্চিমবঙ্গের সংগঠন মজবুত করতে অন্তত ১০০ কোটি টাকা খরচ করা হবে
২. মূলত বিভিন্ন সাংগঠনিক জেলাতে দলীয় কার্যালয় করতেই এই খরচ করা হবে
৩. তবে এর মধ্যে কলকাতায় নতুন রাজ্য সদর দপ্তর তৈরির খরচ ধরা নেই
৪. কলকাতায় জাঁকজমকপূর্ণ রাজ্য দফতর তৈরির বাজেট আলাদা
৫. তহবিলের সমস্যা নেই, তাই তৃণমূলের চেয়ে বড় পার্টি অফিস গড়ে তুলতে হবে
৬. ৩৭টি সাংগঠনিক জেলাতেই কার্যালয় তৈরি
৭. ইতিমধ্যেই ২০টি জায়গায় কার্যালয় গড়ার জন্য জমি কিনে ফেলেছে রাজ্য বিজেপি
৮. বারুইপুর, বালুরঘাট ও বিষ্ণুপুরে নতুন কার্যালয় চালু হয়ে গিয়েছে
৯. আলিপুরদুয়ার সহ আরও কয়েকটি জায়গায় জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছে
১০. বর্ধমান, কলকাতা উত্তর শহরতলির অফিসগুলি ভূমিপূজনের অপেক্ষায়
১১. জেলায় জেলায় দলের নিজস্ব এসইউভি গাড়ির ব্যবস্থা করা হবে
১২. পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় মোটরবাইকের ব্যবস্থা করা হবে
১৩. সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে ৩০০ মোটরবাইক আনা হলে তা বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ
১৪. নতুন বাইকের জন্য রেজিস্ট্রেশন দিচ্ছে না পরিবহণ দফতর
১৫. তাই ‘অন্যপথে’ জেলায় জেলায় মোটরবাইক পৌঁছানোর ব্যবস্থা করা হবে

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!