এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলকে ‘চ্যালেঞ্জ’ জানাতে গিয়ে গভীর সমস্যায় বিজেপি নিজেই? বাড়ছে জল্পনা

তৃণমূলকে ‘চ্যালেঞ্জ’ জানাতে গিয়ে গভীর সমস্যায় বিজেপি নিজেই? বাড়ছে জল্পনা


রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে টক্কর দিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ এখন বিশ বাঁও জলে। রাজনৈতিক মহলের মতে গেরুয়া শিবিরের আগাম ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা এবং তারপর তা বারেবারে বদল স্বভাবতই দলের মধ্যে সাংগাঠনিক ঐক্যের অভাবকে ইঙ্গিত করছে।

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস ২১ শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকেই তাদের ব্রিগেড সমাবেশের দিনক্ষণ ঘোষণা করেন। একই সাথে ঐ সভাতে আমন্ত্রিত অবিজেপি জোটের প্রভাবশালী নেতা মন্ত্রীদের নাম নিজ মুখে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য ২১ শে জুলাইয়ের সভার অল্প সময়ের মধ্যেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি  রাহুল সিনহা ২৩ শে জানুয়ারি নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

কিন্তু সেই প্রস্তাবিত দিন সম্মতি পেলো না যখন প্রধানমন্ত্রীর দফতর কোনো ইতিবাচক নির্দেশ দিলো না। এরফলে কার্যতই মুখ ডুবলো রাজ্য বিজেপি নেতৃত্বের। এবং বিজেপি যে প্রধানমন্ত্রীর দফতরকে না জানিয়েই নরেন্দ্র মোদীর সমাবেশ ঘোষণা করেছিল, তা স্পষ্ট হয়ে গেলো। এদিকে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের জন্যে এখনও কোনো দিন স্থির কর‍তে পারলো না রাজ্য বিজেপি।

জানা যাচ্ছে প্রাথমিকভাবে একটি দিন প্রধানমন্ত্রীর দফতরে চুড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন আগামী ২৯ শে জানুয়ারি থেকে ৫ ই ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেড সমাবেশ করার আর্জি জানিয়ে  প্রধানমন্ত্রীর দফতরকে চিঠি দেওয়া হয়েছে। তবে তিনি এও জানালেন বিগ্রেড সমাবেশ নিয়ে তারিখ সংক্রান্ত দোলাচল থাকলেও রথযাত্রার সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!