এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দিলেন অভিনেতা কৌশিক, জানুন বিস্তারিত

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা কৌশিক, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্প-সংস্কৃতির জগতের তারকাদের দলে টানার চেষ্টা চলছে সমস্ত রাজনৈতিক দলের। কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছিলেন সৌরভ দাস, কৌশানী মুখোপাধ্যায় প্রমুখরা। গতকাল নিজের জন্মদিনের দিনে বিজেপিতে যোগদান করলেন অভিনেতা কৌশিক রায়। ছোট পর্দায় অভিনয় করে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন অভিনেতা কৌশিক রায়। এবার তিনি পদার্পন করছেন রাজনৈতিক অঙ্গনে। বিজেপিতে যোগ দিয়ে তিনি জানালেন যে, মানুষের হয়ে কাজ করার জন্যই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

অভিনেতা কৌশিক রায় হলেন বহরমপুরের বাসিন্দা। তাঁর পিতা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। যেখান থেকে তিনি রাজনীতিতে আসার প্রেরণা পেয়েছেন বলেও অভিমত অনেকের। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন যে, তিনি মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক। আর মানুষের জন্য কাজ করতে গেলে একমাত্র বিজেপির মত সর্বভারতীয় দলে থেকেই তা সম্ভব। এ কারণেই বিজেপিতে যোগদান করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিজেপির রাজ্য সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। বিজেপির পতাকা তুলে নিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির পতাকা তুলে নিলেন তিনি। সেসময় বিজেপির দফতরে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

জনপ্রিয় টিভি সিরিয়াল খরকুটোতে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক রায়। নিজের অভিনয় গুণে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। এবার রাজনীতির অঙ্গনে তাঁর পদচারণায় তাঁকে স্বাগত জানালেন তাঁর বহু অনুগামী। অনেকে তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনের দিনে তাঁর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!