Big Breaking, স্থগিত আইসিএসই ও আইএসসির বোর্ড পরীক্ষা, জানুন বিস্তারিত জাতীয় বিশেষ খবর রাজ্য January 30, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পিছিয়ে দেয়া হলো আইসিএসই ও আইএসসির বোর্ড পরীক্ষা। এই পরীক্ষাগুলো আগামী ফেব্রুয়ারি, মার্চ মাসে হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ ও একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। কবে এই পরীক্ষা নেওয়া হবে? এ বিষয়ে পরে জানানো হবে সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জানানো হলো যে, চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ মাসে আইসিএসই ও আইএসসির বোর্ড পরীক্ষা স্থগিত রাখা হবে। কারণ, দেশে করোনা সংক্রমণ এখনো রয়েছে, এ কারণেই পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ ছাড়াও দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এ কারণেও পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। কবে পরীক্ষা নেওয়া হবে? তা পরবর্তী সময়ে বোর্ডের পক্ষ থেকে বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। তবে, ২০২১-২২ এর নতুন একাডেমিক সেশন বিষয়ে ইতিপূর্বে জানানো হয়েছিল যে, তা মার্চের মাঝামাঝি ও জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। এই ঘোষণার কোন পরিবর্তন করা হচ্ছে না। আইএসসি বোর্ডের আওতাধীন স্কুলগুলিতে পূর্ব ঘোষিত ও নির্ধারিত সময় থেকেই শুরু হবে নতুন একাডেমিক সেশন। আপনার মতামত জানান -