এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে থেকে পরিষেবা দিতে ব্যর্থ ! একি বললেন হেভিওয়েট বিধায়ক !

বিজেপিতে থেকে পরিষেবা দিতে ব্যর্থ ! একি বললেন হেভিওয়েট বিধায়ক !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আর তারপরেই কার্যত বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। যেখানে বিজেপিতে থেকে সাধারণ মানুষের পরিষেবা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই তার এই সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছেন সুমনবাবু। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে সুমন কাঞ্জিলালকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই হেভিওয়েট বিধায়ক বলেন, “কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারা যায় কিনা, তার জন্য আমি চেষ্টা করেছিলাম। কিন্তু সেখানে ব্যর্থ হয়েছি। দলের পক্ষ থেকেও তেমন কোনো সদর্থক ভূমিকা দেখতে পায়নি। তাই মনে হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই তাদের সমর্থন করা উচিত।” অর্থাৎ দলবদল করার পরেই কার্যত নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে সাধারণ মানুষকে পরিষেবা না দিতে পারার অভিযোগ তুলে সোচ্চার হলেন সুমন কাঞ্জিলাল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!