এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যকে আর্থিক সাহায্য কেন্দ্রের! উপনির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক বিজেপির!

রাজ্যকে আর্থিক সাহায্য কেন্দ্রের! উপনির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দেড় বছরের বেশি সময় ধরে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে। সেদিক থেকে অর্থনৈতিক মেরুদণ্ড যেমন ধ্বংসের মুখে পড়ে গিয়েছে, ঠিক তেমনই বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা। বারবার কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ঠিকমত অর্থ দিয়ে সাহায্য করছে না বলেও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 এর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সেই কথা তুলে ধরে প্রচারই গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের।

তবে এবার ঘাসফুল শিবিরের সেই অভিযোগকে কার্যত দূরে ঠেলে দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো চাঙ্গা করতে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। যেখানে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাদ্দ করা হল অর্থ। আর পশ্চিমবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে এই ধরনের সাহায্য প্রদানের সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নতুন করে চাঙ্গা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই বিভিন্ন রাজ্যকে সহযোগিতা করা হচ্ছে। সেই মতো করেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 4 হাজার 402 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র বলে খবর। স্বভাবতই এতদিন রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করে না বলে অভিযোগ করা হত। কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো চাঙ্গা করতে কেন্দ্রের এই পদক্ষেপের পরে রাজ্যের অভিযোগ কার্যত বিশবাঁও জলে চলে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি এবং খুশির আবহ তৈরি হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, “কেন্দ্র থেকে প্রায় 4 হাজার 402 কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে, এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে 63 শতাংশ অর্থ গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে খরচ করা হবে। বাকি 37 শতাংশ অর্থাৎ 1 হাজার 670 কোটি টাকা শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে খরচ করতে হবে। পাঁচ বছরে এই প্রকল্প সম্পূর্ণ করতে হবে।” স্বভাবতই কেন্দ্রের পক্ষ থেকেই অর্থনৈতিক সাহায্য পেয়ে এবার রাজ্য কি করে স্বাস্থ্য পরিকাঠামো চাঙ্গা করে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!