এখন পড়ছেন
হোম > রাজ্য > ব্যাপক ভর্ৎসনা, আদালতের কাছে দুঃখপ্রকাশ মানিকের, জেনে নিন!

ব্যাপক ভর্ৎসনা, আদালতের কাছে দুঃখপ্রকাশ মানিকের, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি প্রাথমিকের ভুল প্রশ্নের মামলার কারণে ব্যাপক চাপের মুখে পড়ে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। রাজ্যজুড়ে তার ভূমিকা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করে। যার জেরে ব্যাপক চাপে পড়ে যায় রাজ্য সরকার। বিরোধীদের তরফ থেকে তোলা হয় নানা প্রশ্ন। এমনকি পরীক্ষার্থীদের পক্ষ থেকেও গোটা বিষয়ে মানিকবাবুর বিরুদ্ধে সরব হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এদিকে এই ঘটনার পরেই প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আদালতে তলব করা হয়। আর আদালতে যাওয়ার পরেই রীতিমতো বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হল মানিক ভট্টাচার্যকে। যেখানে গোটা বিষয়ে দুঃখপ্রকাশ করলেন তিনি।

সূত্রের খবর, সোমবার নির্দেশ অনুযায়ী আদালতে উপস্থিত হন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। আর তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার উদ্দেশ্যে একটি প্রশ্ন করেন। যেখানে দু’বছর আগে দেওয়া নির্দেশ কেন মানা হয়নি, সেই প্রশ্ন করা হয় মানিকবাবুর উদ্দেশ্যে। শুধু তাই নয়, নিয়োগ নিয়ে কোনো টালবাহানা যে কাম্য নয়, সেই কথাও তুলে ধরেন বিচারপতি। আর তারপরেই গোটা বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। বিচারপতির উদ্দেশ্যে তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। আমি সত্যিই তাদের পিতার সমতুল্য। বিভিন্ন সমস্যার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে। তবে আমরা চেষ্টা করি, যাতে আবেদনকারীরা উপযুক্ত সুরাহা পান। আমি ভবিষ্যতে সেদিকে অবশ্যই নজর রাখব।” আর বিচারপতির প্রশ্ন এবং তার পরিপ্রেক্ষিতে মানিকবাবুর দুঃখ প্রকাশকে কেন্দ্র করে নানা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই প্রাথমিকের ভুল প্রশ্ন নিয়ে ব্যাপক দড়ি টানাটানি চলছে। তবে সম্প্রতি এই ব্যাপারে আদালতের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অস্বস্তি বাড়িয়ে দেওয়া হয়। যার জেরে ব্যাপক চাপে পড়ে যায় রাজ্য। আর এবার আদালতের ডাকে সাড়া দিয়ে হাইকোর্টে উপস্থিত হতেই বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে। তবে গোটা বিষয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আর এরকম যাতে না হয়, সেদিকে নজর দেওয়ার কথা বললেন মানিক ভট্টাচার্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!