অবশেষে প্রকাশিত হল বামফ্রন্টের প্রার্থী তালিকা, একনজরে দেখে নিন কে কোন আসনে উত্তরবঙ্গ কলকাতা নদীয়া-২৪ পরগনা পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বর্ধমান বিশেষ খবর মালদা-মুর্শিদাবাদ-বীরভূম মেদিনীপুর রাজ্য হাওড়া-হুগলি March 16, 2019 কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না এই আবহেই হাত-শিবিরের জন্য ১৭ টি আসন ছেড়ে অবশেষে গতকাল নিজেদের ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট। একনজরে দেখে নিন বামেদের কে কোন আসনে লড়ছেন – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. কুচবিহার – গোবিন্দ রায় (ফরোয়ার্ড ব্লক) ২. আলিপুরদুয়ার – মিলি ওঁরাও (আরএসপি) ৩. জলপাইগুড়ি – ভগীরথ রায় (সিপিআইএম) ৪. রায়গঞ্জ – মহম্মদ সেলিম (সিপিআইএম) ৫. বালুরঘাট – রণেন বর্মণ (আরএসপি) ৬. মুর্শিদাবাদ – বদরুদ্দোজ্জা খান (সিপিআইএম) ৭. রানাঘাট – রমা বিশ্বাস (সিপিআইএম) ৮. বনগাঁ – অলোকেশ দাস (সিপিআইএম) ৯. দমদম – নেপালদেব ভট্টাচার্য (সিপিআইএম) ১০. বারাসত – হরিপদ বিশ্বাস (ফরোয়ার্ড ব্লক) ১১. বসিরহাট – পল্লব সেনগুপ্ত (সিপিআই) ১২. জয়নগর – সুভাষ নস্কর (আরএসপি) ১৩. ডায়মন্ড হারবার – ডাঃ ফুয়াদ হালিম (সিপিআইএম) ১৪. যাদবপুর – বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিআইএম) ১৫. কলকাতা দক্ষিণ – নন্দিনী মুখোপাধ্যায় (সিপিআইএম) ১৬. উলুবেড়িয়া – মাকসুদা খাতুন (সিপিআইএম) ১৭. হুগলি – প্রদীপ সাহা (সিপিআইএম) ১৮. আরামবাগ – শক্তিমোহন মালিক (সিপিআইএম) ১৯. ঘাটাল – তপন গাঙ্গুলি (সিপিআই) ২০. মেদিনীপুর – বিপ্লব ভট্ট (সিপিআই) ২১. পুরুলিয়া – বীর সিং মাহাতো (ফরোয়ার্ড ব্লক) ২২. বিষ্ণুপুর – সুনীল খাঁ (সিপিআইএম) ২৩. বর্ধমান পূর্ব – ঈশ্বরচন্দ্র দাস (সিপিআইএম) ২৪. বর্ধমান দুর্গাপুর – আভাস রায়চৌধুরী (সিপিআইএম) ২৫. বীরভূম – ডাঃ রেজাউল করিম (সিপিআইএম) আপনার মতামত জানান -