এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট পরবর্তীতে কি এবার ভাঙন তৃণমূলে? জল্পনা হেভিওয়েট তৃণমূল সাংসদকে ঘিরে

ভোট পরবর্তীতে কি এবার ভাঙন তৃণমূলে? জল্পনা হেভিওয়েট তৃণমূল সাংসদকে ঘিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের একচেটিয়া রাজত্ব দেখা গিয়েছে। বিধায়ক থেকে সাংসদ পুরোটাই অধিকারী পরিবারের দখলে ছিল। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের আগে অধিকারী পরিবারের পক্ষ থেকে প্রথমে শুভেন্দু অধিকারী এবং তারপর তাঁর হাত ধরে শিশির অধিকারী ও সৌমেন্দু অধিকারী গেরুয়া শিবিরে চলে গিয়েছেন। কিন্তু এত কিছু হওয়া সত্বেও এখনো দিব্যেন্দু অধিকারী কিন্তু সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যাননি। তাই প্রথম থেকেই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে। বহুবার জল্পনা হয়েছে, দিব্যেন্দু অধিকারী গেরুয়া শিবিরে চলে যাচ্ছেন বলে। কিন্তু শেষ পর্যন্ত তিনি তৃণমূলেই রয়ে গেছেন।

অন্যদিকে দিব্যেন্দুকে বিজেপিতে নিয়ে যাওয়া শুভেন্দুর কাছে অন্যতম চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। এই অবস্থায় হঠাৎ করেই দিব্যেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে সরব হয়েছেন। আর তারপরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে দিব্যেন্দু অধিকারীর তৃণমূল পরিত্যাগ নিয়ে।

প্রসঙ্গত, হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতির রাজেশ বিন্দলকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন। আর এই কাজকে দিব্যেন্দু অধিকারী যে সমর্থন করছেন না, তা প্রকাশ্যে জানিয়েছেন। দলে থেকেও বিধায়কের বিরুদ্ধে এহেন পদক্ষেপ তমলুকের সাংসদের জন্য কি বিপর্যয় ডেকে আনবে? সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি সবার আগে তাঁর বাড়িতেই পদ্ম ফোটাবেন। সেই কথা তিনি রাখলেও পুরোপুরি রাখতে পারেননি, তাই এখন দিব্যেন্দুকে তিনি বিজেপিতে নিয়ে আসতে চাইছেন। সেক্ষেত্রে দিব্যেন্দু অধিকারী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কথা বলে কার্যত শুভেন্দুর রাস্তা পরিষ্কার করে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, একদিকে মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে আসার পর দল ভাঙার খেলা শুরু করে দিয়েছেন। সেখানে এখনো পর্যন্ত তৃণমূলের থেকে বিজেপিতে কাউকে নিয়ে যেতে পারেননি শুভেন্দু যা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড়সড় আলোচনা হয়ে দাঁড়াতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় দিব্যেন্দুকে যদি বিজেপিতে নিয়ে যাওয়া যায়, তাহলে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস যে বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে দিব্যেন্দু অধিকারীকে নিয়ে কোনদিনই বিশেষ কিছু মন্তব্য করেনি তৃণমূল। দিব্যেন্দু অধিকারীও দলে থেকে তৃণমূলের বিরোধীতা করলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেভাবে সরব হতে দেখা যায়নি তাঁকেও। পাশাপাশি ভোট-পরবর্তী সময়কালে তৃণমূল যে এখন অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল, সে ব্যাপারেও কোন সন্দেহ নেই। তাই শাসক দল ছেড়ে বিরোধীদলে যাওয়ার ব্যাপারে দিব্যেন্দু কতটা আগ্রহী হবেন, তা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন।

এই পরিস্থিতিতে যাবতীয় সিদ্ধান্ত দিব্যেন্দু অধিকারী নেবেন বলে মনে করা হচ্ছে। তাই তাঁর রাজনৈতিক অবস্থান কি হতে চলেছে ভবিষ্যতে এখন তা নিয়েই জোরদার চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথা অনুযায়ী অবশ্য দিব্যেন্দু যদি বিজেপিতে যায়, তাহলে কিন্তু আখেরে ক্ষতি তৃণমূলের। কারণ একজন সাংসদ কিন্তু তাঁদের কমে যাবে যা 24 এর লড়াইতে তৃণমূলকে একটু হলেও পিছিয়ে দেবে। এই অবস্থায় এখন রাজনৈতিক মহলের চোখ তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারীর দিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!