এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ! তীব্র কটাক্ষ বিজেপিকে !

শুভেন্দুর মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ! তীব্র কটাক্ষ বিজেপিকে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ক্রমাগত রাজ্যে যে সমস্ত নির্বাচনগুলি হয়েছে একের পর এক ভরাডুবি ঘটেছে রাজ্য বিজেপির । পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই ওপর তলার কর্মীরা থেকে শুরু করে নিচু তলার কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব ঘটায় নির্বাচনে ভরাডুবি হচ্ছে বিজেপির , ফলে ওপরতলা থেকে নীচেরতলা কর্মীরা মনোবলহীন হয়ে পড়ছে বলে মত একাংশ্যের । এমনকি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও হয়তো এই ডিপ্রেশনে আক্রান্ত হয়েছেন বলে শুভেন্দু ও বিজেপিকে একযোগে কটাক্ষ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ।

সূত্রের খবর এদিন সাংবাদিকদের সামনে বিজেপিকে একহাত নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জানান ‘বাংলায় বিজেপির ওপর থেকে নীচ পর্যন্ত নেতাকর্মীরা ডিপ্রেশনে ভুগছেন পাতি বাংলায় হতাশায় ডুবে গিয়েছেন। বিরোধী দলনেতাও ডিপ্রেশনে ভুগছেন কি না আমায় জানতে হবে। তাঁর মানসিক অবস্থাটা আমি জানি না। এখানে কোনও রাজনৈতিক খুন হয় না যা হচ্ছে সব মানসিক অবসাদে আত্মঘাতী হচ্ছেন। আমাদের পাড়া চেতলায় ক্লাবে ক্লাবে গিয়ে লোভ দেখিয়েছিল বিজেপি। বলেছিল বিজেপির সঙ্গে গেলে  ইনকাম ট্যাক্সে চাকরি করে দেবে। অনেকে সেই মোহে গিয়েছিল। চেতলায় আমি মানুষের মধ্যে থাকি সেখানেও দেখেছি বিশেষত বস্তি অঞ্চলে গরিব ছেলেমেয়েরা দলে দলে বিজেপি করছে। পরে জেনেছি তাঁদের ওইসব লোভ দেখিয়েছিল। তারপর যেই হেরে গেল ওমনি বিজেপির নেতারা পালিয়ে গেল। সংবাদমাধ্যম যদি বিজেপির খবর দেখানো দু’দিন বন্ধ করে দেয় তাহলে তিন দিনের মাথায় বাংলা থেকে ওই পার্টিটাই উঠে যাবে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!