এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রিপোর্ট পেতেই তড়িঘড়ি সিদ্ধান্ত বিজেপির ! বিপ্লবের মুখ্যমন্ত্রী পদত্যাগে উঠে এলো বড় তথ্য!

রিপোর্ট পেতেই তড়িঘড়ি সিদ্ধান্ত বিজেপির ! বিপ্লবের মুখ্যমন্ত্রী পদত্যাগে উঠে এলো বড় তথ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন হাতে মাত্র আর কয়েকটি মাসের সময়ের ব্যবধান তার মাঝে হঠাৎই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বসলেন বিপ্লব কুমার দেব । হঠাৎই মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করার কারণ নিয়ে বেশ জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । রাজনৈতিক মহলের একাংশ বিভিন্ন তথ্য তুলে ধরেছেন হঠাৎ এই রদবদলের পিছনের কারণ নিয়ে ,অনেকে বলছেন শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা ভাবমূর্তি বদলে ড্যামেজ কন্ট্রোল করাই মূল কারণ নয়  এর পিছনে রয়েছে বড়োসড়ো বিজেপির মাস্টারপ্ল্যান তবে এখনই কোন কারনে হঠাৎই মুখ্যমন্ত্রী পদে রদবদল ঘটল তা নিয়ে উঠে আসছে লাখ টাকার প্রশ্ন ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু দিন আগেই একটি  সমীক্ষার রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের হাতে আসে , যেখানে রিপোর্টে দাবী  এখনই ত্রিপুরার নির্বাচন হলে বিজেপি জিতবে মাত্র ১২ আসনে যা গত বাবের তুলোনাই অনেক কম । জানা যাচ্ছে সেই রিপোর্টে উঠে আসা ভয়াবহ তথ্যের জন্যই নির্বাচনের আগেই দলের  ড্যামেজ কন্ট্রোল করতে রাতারাতি এই সিন্ধান্ত নিলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা  ।

 বিশষজ্ঞদের মতে সমীক্ষার যে রিপোর্ট উঠে এসেছে তাতে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে ফলে বিরোধীরা যদি হাত মেলাল তাহলে সরকার গড়তে পারবে না বিজেপি তাই পরিস্থিতি বদল করতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী বদল করল গেরুয়া শিবির।যেহেতু বিরোধীরা যথারীতি ঘাড়ের ওপর নিশ্বাস  ফেলতে শুরু করছে এননটাই ইঙ্গিত পাচ্ছে সমীক্ষা সূত্রে । তবে এখন দেখার বিষয় আগামীতে ত্রিপুরা রাজনীতিতে জল কোন দিকে গড়িয়ে কাদের পাল্লা ভারী হয় সেদিকে নজর সকলের  ।  

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!