এখন পড়ছেন
হোম > জাতীয় > বন্ধ পাঠশালা, শিশুশিক্ষার জন্য কি উদ্যোগ? কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা!

বন্ধ পাঠশালা, শিশুশিক্ষার জন্য কি উদ্যোগ? কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই বছর ধরে সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গোটা দেশজুড়ে আওয়াজ উঠছে যে, অবিলম্বে স্কুল-কলেজ খুলে দেওয়া হোক। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনও পর্যন্ত শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পড়ুয়ারা, সেই ব্যাপারে দ্বিমত নেই বিশেষজ্ঞদের। তাই এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার সময় শিশু শিক্ষার জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয়। আর সেখানেই বিশেষ টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে শিশুদের পাঠদান করা হবে বলে জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মূলত, তপশিলি শিশুদের জন্য এই বিশেষ টেলিভিশন চ্যানেল তৈরি করা হচ্ছে বলে খবর। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকার উপলব্ধি করতে পারছে যে, ব্যাপক ক্ষতি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলির। তাই এই পরিস্থিতিতে আর সময় নষ্ট না করে টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে শিশুদের পাঠদানের ব্যবস্থা করতে চাইছে সরকার বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!