এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাণভয়ে কাঁপছেন হেভিওয়েট সাংসদ! মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ রাজ্যপালের!

প্রাণভয়ে কাঁপছেন হেভিওয়েট সাংসদ! মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ রাজ্যপালের!


হুগলির ভদ্রেশ্বর এলাকায় দিন কয়েক আগে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ প্রশাসনের সহায়তায় তা আপাতত শান্ত হলেও এলাকা এখনো থমথমে। বন্ধ ইন্টারনেট পরিষেবাও। দোষীদের শাস্তির দাবিতে বিজেপির তরফ থেকে দাবিও তোলা হয়েছে।

এই নিয়েই যখন উত্তাল রাজ্য রাজনীতি এর মধ্যেই ফের মুখমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন সৈনিক অর্জুন সিং। তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ ছিল “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের জয়েন্ট কমিশনার অজয় ঠাকুর এনকাউন্টার করে আমাকে এবং আমার পরিবারকে হত্যার চেষ্টা করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার লোকসভার সাংসদের পাশে দাঁড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যসচিবের উদেশ্যে একটি টুইট করেন। জানা হচ্ছে সেখানে তিনি লিখছেন, “রাজ্যে যদি একজন লোকসভার সাংসদ এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করেন, তা যথেষ্ট গুরুতর বলেই বিবেচিত হয়। মুখ্যসচিবের অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন।”

তিনি আরও লিখেছেন, “রাজ্য এই মুহূর্তে করোনা সংক্রমণ রোখার লড়াইয়ে ব্যস্ত। এই যুদ্ধের সঙ্গে জড়িত সবাই। আর এখন কোনও সাংসদ যদি এনকাউন্টারের আশঙ্কা করেন, তা ভয়ানক। এই ধরনের হুমকি বা আশঙ্কা উন্নয়নের পক্ষে অসুবিধে করতে পারে। তাই অবিলম্বে একটা বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া জরুরি।” একেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক খারাপ, তাতে ফের এদিনের টুইট আগুনে ঘি ঢাললো বলেই মত রাজনৈতিকমহলের। তবে এই নিয়ে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যসচিব কিংবা তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি বা রাজ্যপালকেও কোনো পাল্টা জবাব দেওয়া হয়নি।

https://twitter.com/jdhankhar1/status/1261250241149276161

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!