এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গ সফরে এসেই রাজ্যের পর্দা ফাঁস ! এই প্রসঙ্গে মমতাকে পাল্টা জবাব জেপি নাড্ডার!

বঙ্গ সফরে এসেই রাজ্যের পর্দা ফাঁস ! এই প্রসঙ্গে মমতাকে পাল্টা জবাব জেপি নাড্ডার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে 100 দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে পথে নেমেছে তৃণমূল। তবে পাল্টা বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 100 দিনের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে।আর এই পরিস্থিতিতে বাংলা সফরে এসে কেন কেন্দ্র টাকা দিচ্ছে না তার জবাব দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

তিনি এদিন কলকাতায় এসে দাবি করেন যে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে এই প্রকল্পের হিসাব-নিকাশ পাঠায়নি গত তিন বছর ধরে যার ফলে নিয়ম মেনেই সে টাকা দিতে পারছেনা কেন্দ্রীয় সরকার  । এদিন দলের কর্মসমিতির বৈঠকে যোগ দিয়ে  জেপি নাড্ডা বলেন “যে কোনও প্রকল্পের টাকা পেতে গেলে সময়ে হিসাব দিতে হয়। কেন্দ্র যদি হিসাব না পেয়ে টাকা পাঠায় তবে সেটা ভুল হবে। সেই ভুল করবে না কেন্দ্রীয় সরকার।”  সেইসাথে তিনি আরো উল্লেখ করেন ”তিন বছর ধরে কেন্দ্রকে এই প্রকল্পের হিসাব পাঠায়নি রাজ্য। মমতা দিদি কি হিসাব দিতে ভুলে গিয়েছেন?”

এছাড়াও এদিন তিনি তাঁর দলের বিধায়কদের উদ্দেশ্য করে বলেন, ”জনগণকে আপনারা বলুন যে, মোদীজি টাকা দিতে চাইছেন কিন্তু রাজ্য হিসাব পাঠাচ্ছে না।” অর্থাৎ এদিন বঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ তুলছিলেন তা কার্যত নস্যাৎ করে দিয়ে উল্টে রাজ্যের গাফিলতির দিক তুলে ধরে পাল্টা চাপে ফেলে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে মত বিশেষজ্ঞ মহলের । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!