এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় সুজন চক্রবর্তী! কি হলো হঠাৎ?

বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় সুজন চক্রবর্তী! কি হলো হঠাৎ?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ বাংলায় নয়টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তীর কাছে বেশ কিছু বুথে তাদের এই এজেন্টরা বসতে পারছে না, এই খবর ছিল। আর সেই কারণেই তিনি মুরাগাছা এলাকায় পৌঁছে গিয়ে বিভিন্ন বুথের এজেন্টরা যাতে বসতে পারেন, তার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু একটি বুথে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী তাকে বাধা দেয়। যাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা।

সূত্রের খবর, এদিন খড়দহের একটি এলাকায় পৌঁছে যান দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যেখানে একটি বুথে প্রবেশ করার সময় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়। আর সেই সময় সেই বাহিনীর সঙ্গে বচসা শুরু হয়ে যায় বাম প্রার্থী সুজন চক্রবর্তীর। যদিও বা পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। কারণ হিসেবে জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় বাহিনী প্রথমে বুঝতে পারেননি, তিনি বাম প্রার্থী। পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হওয়ার পরে গোটা সমস্যার সমাধান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!