এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বয়স হয়েছে, রাজনীতি ছেড়ে দেওয়া উচিত” শিশির অধিকারীকে পরামর্শ বর্ষিয়ান তৃণমূল সাংসদের!

“বয়স হয়েছে, রাজনীতি ছেড়ে দেওয়া উচিত” শিশির অধিকারীকে পরামর্শ বর্ষিয়ান তৃণমূল সাংসদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখানোর পর তৃণমূল কংগ্রেসে থাকলেও, সেভাবে দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি শিশির অধিকারীকে। সকলেই অপেক্ষা করছিলেন, তিনি কবে বিজেপিতে নাম লেখাবেন! অবশেষে আজ এগড়ার সভা মঞ্চ থেকে বিজেপির উত্তরীয় নিজের গলায় পড়ে নেন কাথির সাংসদ শিশির অধিকারী।

আর শিশির অধিকারী বিজেপিতে নাম লেখানোর পরেই তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন এক সময়কার তার সতীর্থ তথা বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, আজ বিজেপিতে যোগদান করার পরেই তৃণমূল মেদিনীপুর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে দাবি করেন শিশির অধিকারী।

আর তার পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “শিশিরবাবুর বয়স হয়েছে। ওনার এখন রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আর উনি তো তিন-চার মাস ধরে বাড়িতে ছিলেন। উনি কি করে জানবেন, কে কোথায় জিতবে, কে কোথায় হারবেন! পূর্ব মেদিনীপুরে ওনারা তৃণমূলকে অধিকারী কোম্পানিতে পরিণত করেছেন। মানুষ সময় মত ওনাদের জবাব দেবেন। আমরা শিশিরবাবুর বিজেপিতে যোগদানকে মোটেই গুরুত্ব দিচ্ছি না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এক সময়কার সতীর্থ থাকলেও বিজেপিতে যোগদান করার সাথে সাথেই এবার শিশির অধিকারীকে কটাক্ষ করতে শুরু করলেন তৃণমূলের সৌগত রায়। বিশ্লেষকরা বলছেন, শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন, তখন সৌগত রায় চেষ্টা করেছিলেন, তার দলবদল আটকাতে। এক্ষেত্রে তাকে বারবার সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর দলবদল আটকানো যায়নি। গেরুয়া শিবিরে শুভেন্দু অধিকারী যোগদান করার পর থেকেই তাকে কটাক্ষ করতে শুরু করেছিলেন সৌগত রায়।

আর এবার শুভেন্দুবাবুর পিতা শিশির অধিকারী বিজেপিতে যোগদান করার সাথে সাথেই তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন হেভিওয়েট তৃনমূল সাংসদ। স্বভাবতই সৌগত রায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি বা শিশিরবাবুর পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!