এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার লক্ষ্যে ঝড় তুলতে নতুন কমিটি নিয়ে গোঁসা বাড়ছে অন্দরমহলে! অস্বস্তিতে গেরুয়া শিবির!

বিধানসভার লক্ষ্যে ঝড় তুলতে নতুন কমিটি নিয়ে গোঁসা বাড়ছে অন্দরমহলে! অস্বস্তিতে গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এখন দলীয় স্তরে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে উদ্যোগী গেরুয়া শিবির। একাধিক নতুন মুখকে নিয়ে এসে দলের নতুন রাজ্য কমিটিতে জায়গা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে এই নতুন রাজ্য কমিটি নিয়ে এখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে। অনেকেরই প্রশ্ন, দলের দুর্দিনে যারা লড়াই করে দলকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের সার্থকতা কোথায়!

জানা গেছে, নতুন রাজ্য কমিটিতে যুব, মহিলা, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এই চার সংগঠনের সভাপতিরাই অন্য দল বা অন্য জগৎ থেকে আসা। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ কিছুদিন আগেই তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর সেই তিনিই এবার দলের যুব সংগঠনের দায়িত্ব পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। একইভাবে মহিলা মোর্চার দায়িত্ব পাওয়া অগ্নিমিত্রা পাল এতদিন ফ্যাশন ডিজাইনার ছিলেন। ফলে অন্য জগৎ থেকে আসা তিনিও দায়িত্ব পাওয়ায় ক্ষোভ বাড়ছে।

অন্যদিকে দুলাল বর খাতায় কলমে কংগ্রেস বিধায়ক হলেও, এখন তিনি এসসি মোর্চার রাজ্য সভাপতি। একইভাবে সিপিএম থেকে বিজেপিতে যাওয়া খগেন মুর্মু এসটি মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন। আর অন্য দল থেকে আসা ব্যাক্তিরা কেন এভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গেলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কিছুদিন আগে পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে বিধানসভায় একজন বিধায়ক ছিলেন। সেই শমীক ভট্টাচার্যকে কমিটিতে না রাখায় বিতর্ক আরও বেড়েছে। শুধু তাই নয়, বিজেপির নতুন কমিটিতে প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং রাজু বন্দ্যোপাধ্যায়কে সহ সভাপতি করা নিয়েও বিতর্ক দানা বাঁধছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির পক্ষ থেকে এই নতুন কমিটি তৈরি করে পরিবর্তন আনার উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে। কিন্তু 2021 এ তৃনমূলকে সরাতে উদ্যোগী হওয়া বিজেপি এই নতুন কমিটি তৈরি করে তীব্র গোষ্ঠী কোন্দলে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও বা কমিটি নিয়ে এই দ্বন্দ্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “দলের শৃঙ্খলা না মেনে যারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানাচ্ছেন, তারা আদৌ বিজেপি মনোভাবাপন্ন কিনা, আমার সন্দেহ আছে। আর পদের ব্যাপারে সকলের ইচ্ছা পূরণ করা যায় না। কিন্তু পদের হেরফের হলে কাজের দায়িত্ব আমরা সকলকেই দিই। কমিটি গঠনের প্রথম দিকে এই রকম সমস্যা থাকলেও পরে সকলেই দলের নিয়ম মেনে কাজ করবেন।” তবে দিলীপবাবু একথা বললেও, যদি সোশ্যাল মিডিয়ায় এই নতুন কমিটি নিয়ে সরব হওয়ার প্রবনতা না কমে, তাহলে চিন্তা আরও বাড়তে পারে গেরুয়া শিবিরের। তাই নিজেদের দলীয় দ্বন্দ্ব সামাল দিতে এখন বিজেপি কি পদ্ধতি অবলম্বন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!