শিশুমৃত্যুতে বয়ান বদল, প্রবল চাপে তৃণমূল নদীয়া-২৪ পরগনা রাজ্য June 7, 2019 লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় নানা সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। কখনও শাসক দল তৃণমূল, আবার কখনও বা বিজেপি – একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। তবে এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে সম্প্রতি উত্তর 24 পরগনার অশোকনগরে শিখা গঙ্গোপাধ্যায় নামে এক গৃহবধূর দুধের শিশুকে মাটিতে ফেলে মেরে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। জানা যায়, বিগত পঞ্চায়েত নির্বাচনে শিখা গঙ্গোপাধ্যায়কে বিজেপির টিকিটে দাঁড় করাবার জন্য জোর করেছিলেন তারই ভাসুর সুশান্ত গঙ্গোপাধ্যায়। তবে শিখাদেবী কোনো দলের হয়ে দাঁড়াতে চাননি। আর তারপর থেকেই তার উপর প্রবল অত্যাচার চালানো হত বলে অভিযোগ করেছিলেন সেই গৃহবধূ। আর সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল মিটে যাওয়ার পরই সেই শিখা গঙ্গোপাধ্যায় যখন তার দুধের শিশুকে খাওয়াচ্ছিলেন, ঠিক সেইসময় তারই ভাসুর সুশান্ত গঙ্গোপাধ্যায় সেই শিখাদেবীর ওপর আঘাত হানলে কোল থেকে সেই দুধের শিশুটিকে পড়ে যায়। আর গুরুতর আহত অবস্থায় এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে এই ঘটনায় বিজেপিই জড়িত বলে সোচ্চার হন সেই মৃত শিশুর মা শিখা গঙ্গোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল। আর এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই এবার সেই মৃত শিশুর মা শিখা গঙ্গোপাধ্যায় তার শিশুর মৃত্যুর সাথে বিজেপি যোগের কথা সম্পূর্ণরূপে অস্বীকার করলেন। যা নিয়ে এখন তোলপাড় সেই অশোকনগর। এদিন এই প্রসঙ্গে শিখা গঙ্গোপাধ্যায় বলেন, “পরিবারের নানা সময় নানা ঘটনা ঘটে থাকে। শিশুর মৃত্যু সহ্য করতে না পেরে তখন অনেক কথা বলেছিলাম। কিন্তু এর সাথে রাজনীতির কোনো যোগ নেই।” এদিকে শিখাদেবী এই ঘটনায় বিজেপি যোগের কথা অস্বীকার করে নিলে এবং তার শিশুর মৃত্যুর সাথে রাজনীতি জড়িত নয় বলে দাবি করলে পাল্টা চাপে পড়েছে শাসক দল। তৃণমূলের দাবি, বিজেপি ভয় দেখিয়ে এখন সেই শিখাদেবীর বয়ান পাল্টে দিয়েছে। এদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা যে প্রথম থেকেই পারিবারিক বিবাদ, তা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার মৃত শিশুর মায়ের কথায় সেই দাবিই স্পষ্ট হল যে এর সাথে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, শিশুমৃত্যুর পেছনে রাজনীতি রয়েছে কিনা সেটা বিতর্কের ব্যাপার। কিন্তু এই ঘটনাকে ইস্যু করে যখন বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের পক্ষ থেকে সুর চড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, ঠিক তখনই সেই মৃত শিশুর মা “এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়িত নেই” বলে দাবি করে রাজ্যের শাসকদলকে অনেকটাই বিপাকে ফেলে দিলেন বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। আপনার মতামত জানান -