এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, প্রতিদ্বন্দিতা ভুলে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Breaking News, প্রতিদ্বন্দিতা ভুলে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে তিনি শপথ বাক্য পাঠ করলেন। রাজ্যপাল তাঁকে শপথ গ্রহণ করালেন। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। অন্যদিকে রাজ্যপালও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যপাল জানালেন, তিনি আশা করবেন সংবিধান মেনে কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে শান্তিপূর্ণ রাখার বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে নজর দেওয়ার আর্জিও জানালেন তিনি।

রাজ্যপাল জানান, ভোট পরবর্তী হিংসা রাজ্যে মাথা চাড়া দিয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠুন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনে তাঁকে প্রধানমন্ত্রীর এই অভিনন্দন জানাবার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। এই টুইটকে রাজনৈতিক সৌজন্যের নজির বলেও মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!