এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিতে? রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক!

জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিতে? রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে এখন দলবদল প্রতিদিন চমকের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাসক দল থেকে কোন নেতা বিদ্রোহ ঘোষণা করেন এবং কোন হেভিওয়েট যোগদান করেন বিজেপিতে, তা নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সংবাদমাধ্যমের কাছে। প্রায় প্রতিদিন একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন।

আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্র দত্ত। স্বাভাবিকভাবেই তার এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের খাদ্যমন্ত্রী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক শীলভদ্র দত্ত বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন বিজেপি থেকে 7 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসবেন। এমনকি যে কয়েকজন বিধায়ক বেরিয়ে গিয়েছেন, তারাও নাকি দলে ফেরার জন্য যোগাযোগ করছেন। কিন্তু আমি তো জানি, জ্যোতিপ্রিয়বাবু দিল্লিতে যোগাযোগ করছেন বিজেপিতে আসবার জন্য। কারণ রাজ্য বিজেপি নেতৃত্ব রাজি হচ্ছেন না।”

কিন্তু হঠাৎ করে কেন এই ধরনের কথা বললেন এই বিজেপি বিধায়ক? অনেকে বলছেন, বর্তমানে সত্যিই বোঝার উপায় নেই, কে কখন কোন দলে যোগদান করতে চলেছেন। প্রায় প্রতিনিয়ত একের পর এক তৃণমূল নেতা দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন। আর পরের দিনই তাদের যোগদান করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে তার জেলার একাধিক জনপ্রতিনিধি যখন বিজেপিতে যোগদান করেছেন, ঠিক তখনই জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, বিজেপির থেকে একাধিক জনপ্রতিনিধি তাদের দলে আসবেন বলে যোগাযোগ রাখছেন। আর এই পরিস্থিতিতে সেই জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিতে আসবার জন্য যোগাযোগ করছেন বলে বিস্ফোরক দাবি করে বসলেন শীলভদ্র দত্ত।

অনেকে বলছেন, বর্তমানে প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে, একে অপরের ঘর ভাঙ্গার জন্য। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের চিন্তা অনেকটাই বেড়েছে। এখন বিদ্রোহ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে বিজেপির বড় কোনো নেতা রাজ্যে আসলে আবার বড় মাত্রায় যোগদান হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্বাভাবিকভাবেই এমত পরিস্থিতিতে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপিতে যোগদান নিয়ে শীলভদ্র দত্ত যে মন্তব্য করলেন, তা যে কিছুটা হলেও সত্যি হতে পারে সেই ব্যাপারে দাবি করছেন গেরুয়া শিবিরের একাংশ। তবে অনেকে আবার বলছেন, আসলে এই সমস্ত কিছু চমক ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত কিছু কথা বলে বিজেপি নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। এদিকে শীলভদ্র দত্ত এই মন্তব্য করলেও, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আসেনি জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শীলভদ্র দত্তের এই ধরনের মন্তব্য বাস্তব! নাকি চমক দেওয়ার জন্য তিনি এই মন্তব্য করে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!