এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিভিন্ন সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা গেছে তাকে। রাজ্যে যখন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, তখন পাল্টা এই ব্যাপারে সেই বিজেপির অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে বিজেপির সর্বভারতীয় সভাপতি উপস্থিত হওয়ার সাথে সাথেই তার কনভয় হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। মূলত বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের হামলার পর বৃহস্পতিবার রিপোর্ট চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি কর্মসূচির পরই সেখানকার বিক্ষিপ্ত অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে একটি টুইট করেন তিনি। অমিত শাহ লেখেন, “বাংলা তৃণমূলের শাসনে স্বৈরাচার, বিশৃংখলা এবং অন্ধকারের রাজত্বে পরিণত হয়েছে। তৃণমূলের শাসনে বাংলায় রাজনৈতিক হিংসা যেভাবে প্রাতিষ্ঠানিক হয়ে উঠেছে এবং চরম পর্যায়ে পৌঁছেছে, তা দুঃখের ও আশঙ্কার। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মত করে প্রচার করবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই প্রচার করতে আসলে একটি সর্বভারতীয় দলের সভাপতিকে কেন এইভাবে হেনস্থা করা হবে! আর এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটার সাথে সাথেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এমতাবস্থায় রাজ্য সরকারের উদ্বেগকে বাড়িয়ে দিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।

আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজ্যপালের এই রিপোর্টকে নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। কেননা প্রায় প্রতি সময় রাজ্যপাল সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন। যেখানে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপালকে “পদ্মপাল” বলে অভিযোগ করা হয়। আর সেই রাজ্যপাল বিজেপির সভাপতির ওপর হামলার ঘটনার পর দিনই কেন্দ্রকে রাজ্য সম্পর্কে রিপোর্ট পেশ করায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। একাংশ কার্যত নিশ্চিত, রাজ্যপাল রাজ্যের আইনশৃংখলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আর এখন তাই রাজ্যজুড়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে? যদি সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতি শাসন জারির দিকে এগোয়, তাহলে রাজ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!