এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুজো মিটতেই বাড়ছে করোনা, ফের ফিরে এলো কনটেইনমেন্ট জোন ও লকডাউন

পুজো মিটতেই বাড়ছে করোনা, ফের ফিরে এলো কনটেইনমেন্ট জোন ও লকডাউন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্গাপূজার সময় কোন রকম বিধিনিষেধের তোয়াক্কা না করেই উৎসবে মেতেছিলেন বহু মানুষ। সরকারের পক্ষ থেকে যেমন একাধিক বিধিনিষেধ শিথিল করা হয়েছিল, তেমনি প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গিয়েছিল মানুষের ঢল। পুজোর যেতেই সংক্রমণ তীব্র ভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে রাজ্যজুড়ে। যার মধ্যে আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায়। এবার হাওড়া, হুগলি জেলার একাধিক স্থানকে মাইক্রো কনটেইনমেন্ট জোন চিহ্নিত করার কাজ শুরু হলো। সেই সঙ্গে হাওড়াতে শুরু হতে চলেছে লকডাউন।

হাওড়া পুরসভার ১০ টি ওয়ার্ডের মধ্যে থেকে ১৪ টি স্থানকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর তালিকা প্রকাশ করা হয়েছে। আবার হাওড়া সিটি পুলিশ এর অধীনস্থ সমস্ত থানায় এখন থেকে সপ্তাহে একদিন করে লকডাউন জারি করা হবে। হাওড়ার ২৬ টি গ্রাম পঞ্চায়েত ও ৭ টি পুরসভার ৩০ টি ওয়ার্ডকেও মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। করোনা সংক্রান্ত বিধি নিষেধে যেখানে কঠোরভাবে বলবৎ করা হবে। সেইসঙ্গে নাইট কার্ফুর উপরে করে জোর দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার সাতটি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হলো। এই ওয়ার্ডের বাসিন্দাদের সতর্ক করতে মাইকে করে প্রচার চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পুরসভার কর্মীরা এলাকায় ঘুরে ঘুরে প্রচারের কাজ করছেন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পড়লে জরিমানা আদায় করছে পুলিশ।

শুধু হাওড়া, হুগলিই নয়, এবার রাজ্যজুড়ে কঠোরভাবে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যেখানে সংক্রমণ বেশি রয়েছে, সে জায়গা তাড়াতাড়ি চিহ্নিত করে করা হবে কনটেইনমেন্ট জোন। রাজ্যের সর্বত্র মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। সেইসঙ্গে নাইট কার্ফুর উপর বিশেষভাবে জোর দেয়া হবে। এর সঙ্গেই সমস্ত হাসপাতালগুলোকে করোনা পরিষেবা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই সাথে ভ্যাকসিনেশনের গতি বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!