এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নয়, ফিরহাদকে মুক্ত করার জন্য এবার নয়া কারণ দর্শালেন কন্যা সাবা

করোনা নয়, ফিরহাদকে মুক্ত করার জন্য এবার নয়া কারণ দর্শালেন কন্যা সাবা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই নারদা কাণ্ডে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। আর তারপরেই শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, করোনা মহামারীকে আটকাতে যখন এই সমস্ত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা প্রতিমুহূর্তে কাজ করছেন, তখন গোটা পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে এবং বাংলাকে বিপাকে ফেলতে কেন্দ্র এই ষড়যন্ত্র করছে।

এক্ষেত্রে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসককে গ্রেফতার করে কলকাতার মানুষকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা গিয়েছিল শাসক দলের নেতা-নেত্রীদের। এমনকি গ্রেপ্তার হওয়ার পর প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম কার্যত আবেগ তাড়িত হয়ে পড়েন।

যেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেন, “কলকাতার মানুষকে বাঁচাতে দিল না।” অর্থাৎ তিনি করোনা মহামারীকে আটকানোর জন্য যে ভাবে কাজ শুরু করেছিলেন, সেই পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করে যে সর্বনাশ করে দেওয়া হল কলকাতার ভবিষ্যতকে, তা কার্যত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

যার জেরে একাংশ বলতে শুরু করেছিলেন, এখন করোনা সহানুভূতিকে হাতিয়ার করে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম সহ গ্রেপ্তার হওয়া অন্যান্য নেতা মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। তবে তৃণমূল বা ফিরহাদ হাকিম করোনার কথা তুলে ধরে এই গ্রেপ্তার পদ্ধতিকে কটাক্ষ করলেও, এই ব্যাপারে অন্য কথা বলতে শোনা গেল ফিরহাদ হাকিমের কন্যা সাবাকে। বর্তমান সময়ে তার বাবাকে ঠিক কি কারণে প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি।

সূত্রের খবর, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। আর কিছুদিনের মধ্যেই কলকাতা শহরে আছড়ে পড়তে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় যশ। প্রায় এক বছর আগে এই করোনা মহামারী চলার সময়ে আমফান ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল কলকাতা। আর সেইসময় কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দক্ষ হাতে সমস্ত কিছু সামলেছিলেন বলে দাবি করে তৃণমূল কংগ্রেস এবং ফিরহাদবাবুর অনুগামীরা।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে একদিকে যখন করোনা, তখন অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যদি এই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহলে কলকাতার অভিভাবক ফিরহাদ হাকিম তার চেয়ারে না থাকার কারণে দুর্যোগ পরিস্থিতি সামলাতে অনেকটাই হিমশিম খেতে হতে পারে প্রশাসনকে।

আর সেই কথা তুলে ধরে কেন তার বাবাকে এখন প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন পরিবহন মন্ত্রীর কন্যা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “গতবছর আমফানের ধ্বংসলীলার পরে এক সপ্তাহে পথে নেমে স্বাভাবিক অবস্থা ফিরিয়েছিলেন ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহে যখন আরও একটি সাইক্লোন যশ আছড়ে পড়ার সম্ভাবনা, কলকাতার ববি হাকিমকে তখন দরকার।” আর এরপরই “বেঙ্গল স্ট্যান্ড ইউইথ ববি” বলে একটি হ্যাশট্যাগ দিতে দেখা যায় তাকে। আর বর্তমান পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের কন্যার এই ধরনের উক্তি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, প্রথম থেকেই তৃনমূল কংগ্রেস সোচ্চার হয়েছে যে, এই গ্রেফতারের পেছনে রয়েছে বিজেপির ষড়যন্ত্র। এক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা পরায়নের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বলে অভিযোগ করছে শাসক দল। সেদিক থেকে কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা যে তৃণমূলের কাছে অত্যন্ত চাপের কারণ, তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম থেকেই মহামারীর কথা তুলে ধরে এই সময় নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করা কার্যত বাংলাকে বিপাকে ফেলার স্বামীর বলে অভিযোগ করেছে ঘাসফুল শিবির আর এবার এক বছর আগেকার কথা তুলে ধরে নিজের বাবার কলকাতা মানুষের পাশে থাকার উদ্যোগ স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে আবার যখন ভয়াবহ ঘূর্ণিঝড় এর আভাস দেওয়া হচ্ছে তখন তার বাবা তথা কলকাতা পৌরসভার প্রশাসক ববি হাকিম কে যে সকলের প্রয়োজন তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তার কন্যা সাবা।

অর্থাৎ এক্ষেত্রে আবেগতাড়িত মন্তব্যের মধ্য দিয়ে কলকাতার মানুষের কাছে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা যেমন তুলে ধরার সুকৌশলী চেষ্টা করলেন তাঁর কন্যা, ঠিক তেমনই সরাসরি কাউকে দোষ না দিয়ে এইভাবে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা যে অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ আচরণ, তা আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!