এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? জেনে নিন বিস্তারিত

কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? জেনে নিন বিস্তারিত


তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিএমের অনেকেই এখনও তার সক্রিয়তার প্রার্থনা করেন। দ্রুত সুস্থ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে কুপোকাত করতে একমাত্র তিনিই সক্ষম বলে দাবি করেন বামফ্রন্টের বিভিন্ন নেতারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যার কথা বলা হচ্ছে, তার নাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

জানা গেছে, গত শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় খবর উঠতে শুরু করে যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। যার পরেই বুদ্ধবাবুর অনুগামী থেকে শুরু করে প্রিয়জন প্রত্যেকের মধ্যেই তৈরি হয় আশঙ্কা। তবে গোটা ঘটনাই যে গুজব, এবার তা বিবৃতি দিয়ে জানিয়ে দিল সিপিএম।

সূত্রের খবর, এদিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয়, “যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন। বুদ্ধদেববাবু দীর্ঘদিন ধরেই গৃহবন্দী। তবে নতুন করে তার কোনো সমস্যা হয়নি। তিনি বাড়িতেই রয়েছেন।” আর দলীয়ভাবে সিপিএমের পক্ষ থেকে বুদ্ধদেববাবু সুস্থ আছে এই খবর জানার পরেই এখন কিছুটা আশার আলো তৈরি হয়েছে তার অনুগামীদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, 25 বৈশাখ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের কন্ঠে একটি আবৃত্তি ভাইরাল হয়ে যায়। আর সেই পোস্টে অনেকেই বুদ্ধদেব ভট্টাচার্য কেমন আছেন, তা নিয়ে কৌতুহল প্রকাশ করেন। আর এর পরেই শনিবার সকালে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর নানা মহলে ছড়িয়ে পড়ার সাথে সাথেই তৈরি হয় চাঞ্চল্য। তার নানা প্রিয়জন থেকে শুরু করে অনুগামীদের মধ্যে সংশয় শুরু হয়।

তাহলে কি বুদ্ধদেব ভট্টাচার্য্য আবার অসুস্থ হয়ে পড়লেন! যদিওবা অনেকদিন ধরেই অসুস্থ রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেভাবে এখন চলাচল করতে পারেন না তিনি। কিন্তু তাও কিছুদিন যাবৎ তার শরীর খারাপ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু 25 বৈশাখ তার কন্ঠে আবৃত্তি ভাইরাল হওয়ার পরেই কিছু মানুষের কৌতুহল তৈরি হওয়ার পরবর্তী সময়ে যেভাবে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে চিন্তা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। তবে এবার সেই চিন্তাকে দূরীভূত করে সিপিএমের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন বলে জানানোয় নিশ্চিন্ত হলেন প্রত্যেকে। সকলেই এখন প্রার্থনা করছেন, সুস্থ থাকুন বুদ্ধদেববাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!