এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বুথের সংগঠন চাঙ্গা করতে অভিনব পদক্ষেপ বিজেপির!

বুথের সংগঠন চাঙ্গা করতে অভিনব পদক্ষেপ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই মহাযুদ্ধ। 2021 এর বিধানসভা নির্বাচন। যে নির্বাচনকে এবার পাখির চোখ করে নানা পরিকল্পনা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। মূলত তৃণমূলের মত শক্তিশালী দলকে আটকাতে বুথের সংগঠনের ওপর জোর দেওয়ার কথা শোনা গেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গলায়। কিন্তু বারবার কেন্দ্রীয় নেতারা রাজ্যে এসে বুথের সংগঠন শক্তিশালী করার ওপর জোর দিলেও, এখনও পর্যন্ত অনেক জায়গাতেই বুথের সংগঠন দুর্বল রয়েছে।

যার ফলে ক্রমশ চিন্তা বাড়ছে বিজেপির। তবে মস্তিস্কে চিন্তা নিয়ে যে বিজয় লাভ সম্ভব নয়, সেদিক থেকে এই চিন্তাকে দূরীভূত করেই যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবার সেই কাজ শুরু করে দিল গেরুয়া শিবির। সূত্রের খবর, এবার বুথের সংগঠনকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শোনাতে তৎপরতা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। যেখানে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে বিজেপিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে নদীয়া জেলায় বিজেপি অনেকটাই ভালো করেছিল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তারা জয়লাভ করতে না পারলেও, বেশ কিছু বিধানসভায় এগিয়ে থাকতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু নদীয়া জেলায় তারা ভালো ফল করলেও, বুথের সংগঠন অত্যন্ত দুর্বল। অভিযোগ, অনেক জায়গাতেই সঠিকভাবে বুথ কমিটি তৈরি করা হয়নি।

সেদিক থেকে নির্বাচনের যখন আর কয়েক মাস বাকি রয়েছে, তখন সেই বুথ কমিটিকে শক্তিশালী করতে এবার প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করল ভারতীয় জনতা পার্টি। যেখানে প্রধানমন্ত্রীর “মন কি বাত” বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি তা প্রতি বুথ এলাকায় সম্প্রচারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য যাতে বিজেপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শোনানো যায়, তার জন্য তৎপরতা গ্রহণ করেছে পদ্ম শিবিরের নেতারা। আর ভোটের মুখে বিজেপির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গেরুয়া শিবিরের নেতাকর্মীদের অনেকটাই চাঙ্গা করবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে বিজেপি এই উদ্যোগ গ্রহণ করায় তাকে পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হঠাৎ করে তাদের এই উদ্যোগ কেন? এদিন এই প্রসঙ্গে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “অধিকাংশ জায়গায় আমাদের বুথ কমিটি তৈরি হয়ে গিয়েছে। আমাদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।” অন্যদিকে এই ব্যাপারে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, “জনসংযোগের ওপর আমরা জোর দিচ্ছে। মন কি বাত নানা জায়গায় সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এখানে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।”

তবে বিজেপির পক্ষ থেকে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের অভিনব প্রচার করার উদ্যোগ নেওয়া হলেও, তাতে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে নদীয়া জেলা তৃণমূলের মুখপাত্র বাণীকুমার রায় বলেন, “প্রধানমন্ত্রীর যদি সাহস থাকে, তাহলে আন্দোলনকারী কৃষকদের সামনে বসে কেন কথা বলছেন না! ওরা এই ধরনের কর্মসূচিতে নানা মিথ্যা প্রতিশ্রুতি দেবে। আর আমরা মানুষের হাতে নানা সুযোগ-সুবিধা সরাসরি পৌঁছে দিচ্ছি।”

অর্থাৎ নদিয়া জেলা বিজেপির পক্ষ থেকে যখন বুথের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন তৃণমূলও যে পাল্টা ময়দানে নামতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আর শাসক-বিরোধী এই রাজনৈতিক প্রচার, পাল্টা প্রচারে এবার জমজমাট হতে চলেছে নদীয়া জেলা রাজনীতি। সব মিলিয়ে বিজেপি ভালো ফল করতে বুথের সংগঠনকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রীর মন কি বাতকে হাতিয়ার করে নিজেদের দিকে জনমত টানতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!