এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে আসতেই রাজীব কুমারকে জেরার ছক তৈরী সিবিআইয়ের

সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে আসতেই রাজীব কুমারকে জেরার ছক তৈরী সিবিআইয়ের

সারদা কেলেঙ্কারি ধরতে রাজ্য সরকার এক স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টীম বা সিট তৈরী করে – যার মাথায় বসানো হয় বর্তমান কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্তের ভার গ্রহণ করে সিবিআই। আর তারপরেই সিবিআইয়ের অভিযোগ সিটের তদন্তের অসম্পূর্ন রিপোর্ট সিবিআইকে দেওয়ার পাশাপাশি নাকি রাজীব কুমারের নেতৃত্বে সিট অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি নষ্ট করে ফেলেছে। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য গত দুবছরে রাজীব কুমারকে সিবিআই তিন-তিনবার ডেকে পাঠালেও দেখা দেন নি তিনি।

ফলে গত রবিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যান রাজীব কুমারের বাসভবনে। সেখানে তাঁদের প্রবল বাধার মুখে পড়তে হয় – কলকাতা পুলিশের আধিকারিকেরা কার্যত ঘাড় ধরে, চ্যাংদোলা করে সিবিআই আধিকারিকদের শেক্সপিয়র সরণির থানায় নিয়ে যান। রাজীব কুমারের বাসভবনে ছুটে আসেন খোদ মুখ্যমন্ত্রী এবং তাঁকে সিবিআইয়ের জেরা করতে চাওয়ার পিছনে আদতে নরেন্দ্র মোদির রাজনৈতিক প্রতিহিংসার চক্রান্তের অভিযোগ আনেন তিনি। সেই অভিযোগেই এরপর তিনি মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, এই নিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে যায়। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ‘আপাতত’ গ্রেপ্তার করা যাবে না রাজীব কুমারকে। তবে সিবিআই চাইলে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতেই হবে তাঁকে। আর সুপ্রিম কোর্টের এই রায় হাতে পেতেই এবার ছক সাজাতে শুরু করে দিল সিবিআই – রাজীব কুমারকে জেরায় কোনও ফাঁক রাখতে চাইছেন না সিবিআই অধিকারিকেরাই বলে জানা গেছে। যে ডেপুটি সুপার তথাগত বর্ধনকে কলকাতা পুলিশ রবিবার সন্ধ্যায় টেনে হিঁচড়ে আটক করেছিল – এবার তাঁর নেতৃত্বেই রাজীব কুমারকে জেরা করতে শিলং যাচ্ছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশেই শিলংয়ের সিবিআই অফিসে রাজীব কুমারকে জেরা করা হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই আজ সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লার সঙ্গে এক দফা বৈঠক করেন যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। রায়ের কপি আপাতত সিবিআইয়ের লিগাল সেলের আধিকারিকরা খতিয়ে দেখছেন। আর সব ঠিক থাকলে, আজই পুনরায় রাজীব কুমারকে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই বলেও জানা গেছে। এদিকে রাজীব কুমার নিজে এডিজি পদমর্যাদার হওয়ায় তাঁকে জেরার সময় একজন এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক উপস্থিত থাকবেন। তবে তাঁকে জেরা করার মূল দায়িত্ব থাকতে চলেছে ‘নিগৃহীত’ তথাগত বর্ধনের হাতেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!