এখন পড়ছেন
হোম > রাজনীতি > আর সাংসদ হতে পারবেন না ভাইপো ? দর্পচূর্ণ করে চ্যালেঞ্জ শুভেন্দুর ! মাথায় হাত তৃণমূলের !

আর সাংসদ হতে পারবেন না ভাইপো ? দর্পচূর্ণ করে চ্যালেঞ্জ শুভেন্দুর ! মাথায় হাত তৃণমূলের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল যখন ক্ষমতায় ছিল না, তখন এই শুভেন্দু অধিকারীর মত নেতারাই লড়াই করে, আন্দোলন করে দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সুযোগ বুঝে নিজের ভাইপোকে নিয়ে এসে দলের শীর্ষ পদে বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পিসি, ভাইপো মিলে দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছেন। যার ফলে প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীর মত অনেকেই বাইরে বেরিয়ে এসে বিরোধী দলে যোগ দিয়েছেন। তবে ভাইপো অবশ্য দাবি করে, তার সঙ্গে নাকি কেউ পেরে উঠবে না। পিসির মতোই তিনি বড় বড় ডায়লগ দেন, ডায়মন্ড হারবারে তিনি বিপুল উন্নয়ন করেছেন।

এবারেও নাকি সেখানে তিনি জয় লাভ করবেন। এখনও লোকসভা নির্বাচনের কয়েকটা মাস বাকি। তবে তার আগেই এবার সেই ভাইপোকে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, যাতে রীতিমত ভয়ে কাবু হয়ে গিয়েছে গোটা তৃণমূল দল। তারা ভাবছেন, শুভেন্দুবাবুর মত নেতার যখন চোখ পড়েছে ডায়মন্ড হারবারে, তখন ভাইপো শত চেষ্টা করলেও নিজের গড় রক্ষা করতে পারবেন না। কারণ যিনি তৃণমূল দলের হর্তা, কর্তা বিধাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন, তার পক্ষে রাজনৈতিকভাবে ভাইপোকে কুপোকাত করা অসম্ভব নয় বলেই দাবি একাংশের।

প্রসঙ্গত, এদিন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি তো বলছি, আগামী লোকসভা নির্বাচনে আমি ভাইপোকে হারাব। আপনি ডায়মন্ড হারবারে দাঁড়ান। অন্য লোককে দিয়ে আপনাকে হারাব, হারাব, হারাব। এটা আমার চ্যালেঞ্জ।” একাংশের মতে, শুভেন্দু অধিকারী কিন্তু নিজের সব কটি চ্যালেঞ্জ এখনও পর্যন্ত পূরণ করেছেন। তিনি বলেছিলেন, 2021 এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারাবেন। শেষ পর্যন্ত তার কাছে হারতে হয়েছে তৃণমূলের শীর্ষ নেত্রীকে। যার কথায় গোটা তৃণমূল দল ওঠবোস করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত হতে হয়েছে নন্দীগ্রামের পান্তা ভাত খাওয়া ছেলের কাছে। তাই ভাইপোর মত পাতি নেতাকে হারাতে শুভেন্দু অধিকারীকে বেশি শ্রম দিতে হবে না। ফলে আগামী দিন রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে যাবে বাংলার যুবরাজের বলেই মত ওয়াকিবহাল মহলের।

বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ করেছেন, তাকে পাল্টা চ্যালেঞ্জ করার মত ক্ষমতা তৃণমূলের নেই। কারণ তারা খুব ভালো মতো জানে, ভাইপোর জন্যই আজকে তৃণমূলের এই পরিণতি। তার দুর্নীতির কারণেই একের পর এক নেতা জেলে যাচ্ছেন। আজকে গোটা দলটা দুর্নীতিতে ডুবে রয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এমনিতেই তৃণমূল রাজ্যে শূন্য হয়ে যাওয়ার ভয়ে তটস্থ হয়ে রয়েছে। তার মধ্যে ভাইপো, যিনি আলালের ঘরের দুলাল বলে পরিচিত, তার গড়টুকুও তিনি রক্ষা করতে পারবেন না। এত শখের একটি সাংসদ পদ পেয়েছিলেন। এবার হয়তো শুভেন্দু অধিকারীর কারণে সেটাও খোওয়াতে হবে বাংলার যুবরাজকে। আর তখন বাড়িতে বসে পিসির দয়ায় নেতা হলেও, পাতি নেতা হিসেবে এক ঘরে হয়ে যাবেন যুবরাজ বলেই কটাক্ষ গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, নিজেকে সততার প্রতীক বলে অনেক বড় বড় কথা বলেন এই ভাইপো। তিনি নাকি এক পয়সার দুর্নীতির সঙ্গেও জড়িত নন। লোকসভা নির্বাচনে লড়াই করা তো অনেক পরের কথা, তার আগেই তার বিরুদ্ধে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো পদক্ষেপ নিয়ে নেয়, তাহলে তিনি ভোটে লড়তে পারবেন কিনা, সেটা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে যদিও বা তিনি নির্বাচনে লড়াই করেন, তাহলে তার পরাজয় শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাতে ভাইপো আর সাংসদ হতে পারবেন না। তার সমস্ত দর্প এবার চূর্ণ হয়ে যাবে। পিসি যেভাবে হেরেছেন, ঠিক একইভাবে তিনিও শুভেন্দু অধিকারীর কৌশলে হেরে ঘরে ঢুকে যাবেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!