এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর নজিরবিহীন পদক্ষেপ – রাজ্যের অফিসারদের অক্সফোর্ডে ট্রেনিং

মুখ্যমন্ত্রীর নজিরবিহীন পদক্ষেপ – রাজ্যের অফিসারদের অক্সফোর্ডে ট্রেনিং

কর্মদক্ষতা বাড়াতে কর্মীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চলেছে রাজ্য সরকার। এজন্য বাছা হচ্ছে ২৫ থেকে ৩০ সরকারি কর্মীর একটি দল। নবান্নের এক কর্তার মতে, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার রাজ্যের অফিসারদের বিদেশে পাঠিয়ে সরকারি কাজে আরও অভিজ্ঞ করতে চাইছেন।
জানা গেছে, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের 25-30 জন অফিসারকে বাছা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্যের অর্থমন্ত্রীর অমিত মিত্র এজন্য দপ্তরে চালু করেছেন ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। যা পরিকাঠামোয় আমূল বদল আনতে চাইছে। কিছু ক্ষেত্রে কাজও হয়েছে। যার ফলে আগে পেনশন পেতে হন্যে হয়ে ঘুরতে হত কর্মচারীদের এখন মাত্র চারদিনেই তা সম্পন্ন হচ্ছে। সম্প্রতি রাজ্যের 91 টি ট্রেজারি অফিসের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারদের সঙ্গে একটি বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন, “স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। মানবসম্পদ উন্নয়ন করতে হবে। ছোটো ছোটো কারন দেখিয়ে বিল আটকানো যাবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!