এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চোপড়া কান্ডের মাঝেই বিজেপির বড় লড়াই, শাসকের বিরুদ্ধে বিধানসভায় ধর্না শুরু!

চোপড়া কান্ডের মাঝেই বিজেপির বড় লড়াই, শাসকের বিরুদ্ধে বিধানসভায় ধর্না শুরু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ থেকেই কোচবিহারের ঘটনা নিয়ে যে বিজেপি বিধানসভায় ধর্না করবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই মতই তারা ধর্নায় বসার আগেই গতকাল ঘটে যায় চোপড়ায় বীভৎস ঘটনা। যেখানে দুই তরুণ-তরুণীকে বেধড়ক মারধর করা হয় সালিশি সভা ডেকে। যে ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে একদিকে কোচবিহার এবং অন্যদিকে চোপড়া, এই দুই ঘটনাকে হাতিয়ার করেই আজ বিধানসভার বাইরে ধর্নায় বসে পড়লেন বিজেপির মহিলা বিধায়করা।

প্রসঙ্গত, আজ বিধানসভায় চোপড়া এবং কোচবিহার, এই দুই ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা বিধায়করা ধর্না শুরু করেছেন। যেখানে উপস্থিত রয়েছেন অগ্মিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপির মহিলা জন প্রতিনিধিরা। একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ টি আসন পেতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে, তাকে অন্যায় করার সব সার্টিফিকেট দিয়ে দিয়েছে রাজ্যবাসী। বরঞ্চ অন্যায় হলে রাজ্যে মিথ্যে ভাবে পুলিশ প্রশাসনের বদলে তৃণমূল নেতারা আইন হাতে তুলে নিলে যে বিজেপি ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট হয়ে গেল আজকের বিধানসভায় এই ধর্না বিক্ষোভেই। অর্থাৎ বিজেপি কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিধানসভার ভেতরে এবং বাইরে নিজেদের লড়াই জারি রেখেছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!